Dowry: ৮২ বছর বয়সী স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে হেনস্থার অভিযোগ ৭৮ বছরের স্ত্রীর

বৃদ্ধা মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে তাঁকে মারধর এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও জানিয়েছেন। কানপুরের চাকেরী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সংগৃহীত
Published on

৭৮ বছর বয়সী এক মহিলা তার ৮২ বছর বয়সী স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য তাঁকে হয়রানির অভিযোগ করেছেন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। বৃদ্ধা মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে তাঁকে মারধর এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও জানিয়েছেন। কানপুরের চাকেরী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী গণেশ নারায়ণ শুক্লা এবং তাঁদের জামাই সহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে। যৌতুকের জন্য হেনস্থার অভিযোগে অভিযুক্ত গণেশ নারাইন শুক্লাও কারোর সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না।

যদিও বৃদ্ধ দম্পতির ছেলে রজনীশ সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর মা পরিবারের সকল সদস্যের সাথে সুন্দর ব্যবহার করেন এবং কিছু আত্মীয়ের মদতে তিনি মামলাটি করেছেন।

সূত্র অনুসারে, পুরো বিষয়টিই পারিবারিক বিবাদের জেরে ঘটেছে। বৃদ্ধার ছেলে বলেন, "যৌতুকের জন্য মামলা করা হয়েছে জানতে পেরে আমার বাবা হতবাক হয়ে গেছিলেন।"

অন্যদিকে আইনজীবী শিবেন্দ্র কুমার পান্ডে জানিয়েছেন, যে তথ্য সামনে এসেছে, তাঁর মতে, পরিবারের সিনিয়র সদস্যদের ফাঁসানোর জন্য যৌতুক আইনের অপব্যবহার করা হয়েছে।

পান্ডে আরও বলেন, "বিয়ের এত বছর পরে, যৌতুকের হয়রানির অভিযোগের কোনও অর্থ নেই। বর্তমানে বিষয়টি সালিশি কেন্দ্রে রয়েছে যাতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যায়।"

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in