বিজেপির সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্যর ট্যুইট করা ভিডিওকে ‘ম্যানিপুলেটেড ভিডিও’ বলে তকমা দিলো ট্যুইটার। যার অর্থ এডিটেড ভিডিও পোস্ট করেছিলেন অমিত মালব্য। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের একাধিক পোস্টে এভাবেই ‘ম্যানুফাকচারড’ বলে তকমা দিয়েছে ট্যুইটার।
সাধারণত ভুয়ো ভিডিওর ক্ষেত্রে বা অসত্য প্রচারের ক্ষেত্রে এই ধরণের লেবেলিং করে অন্য ইউজারদের সতর্ক করে থাকে এই সংস্থা। এক্ষেত্রেও বিজেপির সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্যের ট্যুইটে একইরকমভাবে লেবেলিং করেছে ট্যুইটার। যদিও এর পরেও এদিন রাত পর্যন্ত এই ট্যুইট প্রত্যাহার করেননি অমিত মালব্য।
উল্লেখ্য, এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এক বয়স্ক বৃদ্ধকে পুলিশি মারের এক ভিডিও পোষ্ট করেছিলেন। এরপরেই অমিত মালব্য একই ঘটনার দুটি ভিডিও ‘প্রোপাগান্ডা’ ‘রিয়েলিটি’ শিরোনামে পোষ্ট করে দাবী করেন ওই বৃদ্ধকে পুলিশ মারেনি। যদিও এরপর বহু ফ্যাক্ট চেকার এই ঘটনার পুরো ভিডিও প্রকাশ করেন। যেখানে ওই বৃদ্ধকে পুলিশ মারছে বলে দেখা যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন