হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এই পরিস্থিতিতে আদানি গ্রুপের সৌরভ গাঙ্গুলীর করা সমস্ত বিজ্ঞাপন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।
আদানি গ্রুপের ফরচুন রাইস ব্র্যান তেলের বিজ্ঞাপনে রয়েছেন সৌরভ। হার্ট ভালো রাখতে ফরচুন রাইস ব্র্যান অয়েল ব্যবহার করুন, বিজ্ঞাপনে এই কথাই শোনা গিয়েছিল মহারাজের গলায়। এটাই ছিল ব্র্যান্ডের ইউএসপি। কিন্তু বিজ্ঞাপনের মুখ যিনি, তিনি ভুগছেন হার্টের রোগে। ফলে উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এর পরেই এই বিজ্ঞাপনগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আদানি সংস্থা।
নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে অতি তৎপর আদানি গোষ্ঠী। তাই ওই প্রোডাক্টের ভাবমূর্তি ধরে রাখতে কিভাবে কি করতে হবে তার নতুন ভাবনাচিন্তা শুরু হয়েছে। ব্র্যান্ডটির জন্য নতুন বিজ্ঞাপন তৈরির কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন