জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি মুম্বইয়ের আদালতের

গত ১ ডিসেম্বর মুম্বাইয়ে জাভেদ আখতার, স্বরা ভাস্কর স বিশিষ্টজনদের নিয়ে বৈঠক করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তোলে বিজেপি।
বিশিষ্টজনদের সাথে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
বিশিষ্টজনদের সাথে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ছবি সংগৃহীত
Published on

জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করলো মুম্বাইয়ের একটি আদালত। আগামী ২ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। মুম্বাইয়ের বিজেপি সম্পাদক বিবেকানন্দ গুপ্তার অভিযোগের ভিত্তিতে এই সমন জারি করেছে মুম্বাইয়ের মাঝেরগাঁওয়ে নগর দায়রা আদালত।

গত ১ ডিসেম্বর মুম্বাইয়ে বিশিষ্টজনদের নিয়ে বৈঠক করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাভেদ আখতার, স্বরা ভাস্কর সহ অন্যান্য শিল্পীরা। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তোলে বিজেপি।

ওইদিনই বিজেপি নেতা প্রতীক কাপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় সঙ্গীত গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে দেখা যায় জাতীয় সঙ্গীতের দু-লাইন গেয়েই 'জয় মহারাষ্ট্র, জয় ভারত' বলে বসে পড়েন তিনি। ভিডিও পোস্টের সাথে ক‍্যাপশনে প্রতীক কাপরে লেখেন, "এটা কি জাতীয় সঙ্গীতের অবমাননা নয়? উপস্থিত তথাকথিত বুদ্ধিজীবীরা কী করছেন? যখন মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকা অবস্থায় জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন। শুধু তাই নয় শুরু করার কিছুক্ষণ পরে হঠাৎ তা থামিয়ে বসে যান তিনি।"

প্রতীক কাপরের এই ভিডিওর ভিত্তিতে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিজেপি মুম্বাইয়ের সেক্রেটারি বিবেকানন্দ গুপ্তা। জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১-এর ৩ নম্বর ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়েরের অনুরোধ জানিয়েছেন তিনি‌।

গুপ্তার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। এরপরই নগর দায়রা আদালতে মামলা দায়ের করেন তিনি। সেই মামলার ভিত্তিতে আগামী ২ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিশিষ্টজনদের সাথে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
৭-৮ জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চান, তাঁরা আসুন, উন্নয়নের কাজ করুন - মমতা বন্দ্যোপাধ্যায়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in