ফের বিহারে ভেঙে পড়লো সেতু। গত ১৬ দিনে এই নিয়ে ১২টি সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছে বিহারে। লাগাতার সেতু বিপর্যয়ের তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো শীর্ষ আদালতে।
বিহারে সেতু ভেঙে পড়ার সিরিজ চলছে। গত ২৪ ঘন্টায় বিহারের সারণেই ৩টি সেতু ভেঙে পড়েছে। বৃহস্পতিবার সারণ জেলার সাথে সওয়ান জেলার সংযোগ রক্ষাকারী সেতু ভেঙে পড়েছে। ১৫ বছর পুরনো সেতু ছিল বলে স্থানীয় সূত্রে খবর। পর পর ১২টি সেতু কীভাবে ভাঙছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।
মামলাকারী আদালতে জানান, বিহারে সেতু বিপর্যয়ের ঘটনা নিয়মিত ঘটছে। যা অত্যন্ত উদ্বেগের। এতে সাধারণ মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে। মানুষের জীবনের কথা ভেবে সুপ্রিম কোর্টের উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা। নির্মাণাধীন সেতুগুলির ক্ষেত্রে জরুরী হস্তক্ষেপ প্রয়োজন'।
তিনি আরও জানান, বিহার ভারতের অন্যতম বন্যাপ্রবণ রাজ্য। প্রায় ৭০ হাজার বর্গকিমি এলাকা বিহারের বন্যাকবলিত। যা বিহারের ভৌগোলিক এলাকার ৭০ শতাংশের বেশি। বিহার সরকারকে স্ট্রাকচারাল অডিট করার নির্দেশ দিতে হবে। পাশাপাশি যে সেতুগুলি নির্মাণ করা হচ্ছে তা পরিদর্শন এবং ভেঙে পড়তে পারে এমন সেতু চিহ্নিত করার জন্য কমিটি গঠন করতে হবে।
এই নিয়ে সরব হয়েছে রাজ্য বিজেপিও। প্রাক্তন সাংবাদিক তথা বিজেপি নেতা নিখিল আনন্দ এক্স হ্যান্ডেলে লেখেন, "বিহারের এখন যে কোনো ফ্লাইওভার বা ব্রিজ পার হতে ভয় পাই। গত ১০ দিনে অর্ধ ডজন সেতু ভেঙে পড়েছে। আমি খুবই বিস্মিত। অত্যন্ত সিরিয়াস তদন্ত এবং অডিট প্রয়োজন এর জন্য।"
অন্যদিকে একের পর এক সেতু বিপর্যয়ের কারণে রাজ্যের পুরনো সেতুগুলি পর্যবেক্ষণের জন্য সমীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রয়োজনে দ্রুত মেরামতিরও নির্দেশ দেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন