কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে আরও একবার বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি বা আপ। দলের আরও এক গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আবগারি দুর্নীতি মামলায় বুধবার সকাল থেকেই আপ সাংসদের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল ইডি। দীর্ঘ কয়েকঘণ্টার তল্লাশির পর গ্রেফতার করা হয়েছে তাঁকে।
এই নিয়ে দলের তিনজন বড় নেতা কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয়েছে। গত বছর মে মাসে দিল্লির তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি। আপ সবথেকে বড় ধাক্কা খায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। দিল্লির তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী এবং অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী মণীশ সিসোদিয়াকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার হওয়ার সময় কেজরিওয়ালের মন্ত্রিসভায় আবগারি মন্ত্রক সহ ১৮টি মন্ত্রকের দায়িত্বে ছিলেন সিসোদিয়া।
এই আবগারি দুর্নীতি মামলাতেই গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সিংকে। এই মামলার আর এক অভিযুক্ত ব্যবসায়ী দিনেশ অরোরাকে জিজ্ঞাসাবাদ করে সঞ্জয় সিংয়ের নাম জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা। তাঁর দাবি, মণীশ সিসোদিয়ার সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন সঞ্জয়। তবে এর আগে চার্জশিটে সঞ্জয় সিং-র নাম ছিল না বা তদন্তে কোনো দিন নামও শোনা যায়নি।
(বিস্তারিত আসছে)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন