Avishek Banerjee: কয়লা পাচার মামলায় ইডির সমনের বিরুদ্ধে অভিষেকের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

People's Reporter: কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ২০২১ সালের ২২ জুলাই অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে সমন পাঠিয়েছিল ইডি। সস্ত্রীক অভিষেককে দিল্লিতে তলব করা হয়েছিল।
কয়লা পাচার কাণ্ডে অভিষেকের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
কয়লা পাচার কাণ্ডে অভিষেকের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের গ্রাফিক্স চিত্র
Published on

কয়লা পাচার মামলায় ইডির সমনের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলায় আদালত হস্তক্ষেও করবে না।

কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ২০২১ সালের ২২ জুলাই অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে সমন পাঠিয়েছিল ইডি। সস্ত্রীক অভিষেককে দিল্লিতে তলব করা হয়েছিল। কিন্তু সেই সমনের বিরোধিতা করে প্রথমে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। তবে দিল্লি হাইকোর্ট মামলায় হস্তক্ষেপ না করায় এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সেই সময় ইডির সমনের বিরুদ্ধে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল শীর্ষ আদালত। প্রাথমিক ভাবে রক্ষাকবচ দিয়ে আদালত জানিয়েছিল, আপাতত অভিষেককে গ্রেফতার করা যাবে না। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দিল্লিতে তলবও করতে পারবে না ইডি। তৃণমূল সাংসদ এবং তাঁর স্ত্রীকে কলকাতায় এসেই জিজ্ঞাসাবাদ করতে হবে ইডি কর্তাদের। সোমবার ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল ইডির সমনের বিরুদ্ধে অভিষেক ও রুজিরার সেই আবেদন।

অভিষেকের পক্ষের আইনজীবী সঞ্জয় বসু জানান, কয়লা পাচার কাণ্ডে অভিষেক ও রুজিরা তদন্তকারী সংস্থাকে তদন্তে সহযোগিতা করে যাচ্ছেন। অভিষেকের আইনজীবীর এই দাবি স্বীকার করে নেন ইডির পক্ষ থেকে সওয়াল করা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। যদিও তিনি জানান, ২০২২ সালের পর কয়লা পাচার কাণ্ডে অভিষেক বা তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেনি ইডি। এরপর ইডির আধিকারিকরা বেশ কয়েকবার কলকাতাতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে।

কয়লা পাচার কাণ্ডে অভিষেকের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
বাংলা বলেই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি, অন্য জায়গায় মুখ বন্ধ করে দেওয়া হয়: মুখ্যমন্ত্রী
কয়লা পাচার কাণ্ডে অভিষেকের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
CPIM: বামেদের 'লালবাজার অভিযান' রুখতে ৯ ফুটের ব্যারিকেড! পুলিশের গার্ডরেল পরিণত হল সভাস্থলে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in