বোর্ড অফ নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড (এনডিটিভি) আদানি গ্রুপের আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডকে প্রাক্তন বোর্ডে দুজন পরিচালক মনোনীত করার জন্য আমন্ত্রণ জানানোর এক প্রস্তাব অনুমোদন করেছে৷
শুক্রবার অনুষ্ঠিত এনডিটিভির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে তা শেয়ারবাজারকে জানানো হয়। এনডিটিভিতে আরআরপিআর হোল্ডিংয়ের ২৯.১৮ শতাংশ শেয়ার রয়েছে।
এনডিটিভি জানিয়েছে, ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় এই নিয়োগ প্রসঙ্গে বিবেচনা করা হবে। আদানি গ্রুপ RRPR হোল্ডিং-এ ৯৯.৫ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণ করে। এর পরেই সংস্থার মূল প্রতিষ্ঠাতা প্রণয় রায় এবং রাধিকা রায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেন।
এখনও পর্যন্ত এনডিটিভিতে প্রণয় রায় এবং রাধিকা রায়ের যথাক্রমে ১৫.৯৪ শতাংশ এবং ১৬.৩২ শতাংশ শেয়ার রয়েছে।
অন্যদিকে, সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিনিয়াহ চেঙ্গলভারায়ণকে আরআরপিআর হোল্ডিংস-এর পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।
আদানি গ্রুপ শেয়ার প্রতি ২৯৪ টাকা মূল্যে NDTV-তে অতিরিক্ত ২৬ শতাংশ অংশীদারিত্ব অর্জনের জন্য একটি খোলা অফারও দিয়েছে।
শেয়ারবাজারে, এনডিটিভি শেয়ারের দাম ১ ডিসেম্বর ৪৭০.০৫ টাকার সর্বোচ্চ স্তর স্পর্শ করার পরে নিম্নমুখী স্লাইডে রয়েছে। শুক্রবার, বিএসইতে এই শেয়ার ৩৩০.৯৫ টাকায় বন্ধ হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন