গৌতম আদানি এবং তাঁর আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠতেই বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ার দর ২০ শতাংশ পর্যন্ত কমল। সূত্রের খবর, আর্থিক কেলেঙ্কারিতে গৌতম আদানি ছাড়াও নাম জড়িয়েছে তাঁর ভাইপো সাগর আদানিরও। দুজনের বিরুদ্ধেই গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আমেরিকান প্রশাসন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ১০ শতাংশ কমে ২,৫৩৯.৩৫ টাকা হয়েছে। আদানি গ্রিন এনার্জির শেয়ারের দর ১৭ শতাংশ কমে হয়েছে ১১৭২.৫০ টাকা। এছাড়া, আদানি এনার্জি সলিউশনের দাম ২০ শতাংশ কমে হয়েছে ৬৯৭.২৪ টাকা। সবচেয়ে বেশি এনার্জি সলিউশনের শেয়ারেরই দাম কমেছে। এক ঘন্টার মধ্যে ভারতীয় শেয়ার বাজার থেকে দু’লক্ষ কোটি টাকার সম্পদ হারিয়েছে আদানি গোষ্ঠী।
নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস সূত্রে খবর, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২২৩৭ কোটিরও বেশী টাকার ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। একটি ফোন কল ট্যাপ করে জানা গেছে গৌতম আদানিকে চক্রান্তকারীরা "Numero uno" এবং সাগর আদানিকে "the big man" ছদ্মনামে সম্বোধন করছিলেন। চক্রান্তকারীদের সাথে ঘুষের বিষয়ে ফোনে কথা হয়েছিল সাগরের।
আদানি গ্রিন এনার্জির সাথে এক মার্কিন সংস্থা অ্যাজুরে পাওয়ারের চুক্তি হয়। যৌথ উদ্যোগে ১২ গিগাওয়াট সৌরশক্তি বিভিন্ন রাজ্যে বিক্রি করা হবে - এমনই লক্ষ্য ছিল প্রকল্পটির। প্রকল্পটি বিপুল লাভজনক। ২০ বছরে সংস্থাটি প্রায় ১৭ হাজার কোটি টাকা লাভ করত। এই প্রকল্পের জন্যই ঘুষ দিতে চেয়েছিলেন আদানি।
গৌতম আদানি ছাড়া অন্যান্য অভিযুক্তরা হলেন তাঁর ভাইপো সাগর আদানি, 'আদানি গ্রিন এনার্জি লিমিটেডে'র সিইও বিনীত জৈন, রূপেশ আগরওয়াল, রঞ্জিত গুপ্ত, সৌরভ আগরওয়াল, দীপক মালহোত্রা এবং অস্ট্রেলিয়া-ফ্রান্সের দ্বৈত নাগরিক সিরিল ক্যাবানেস। এই সিরিল বর্তমানে সিঙ্গাপুরে বাস করছেন বলে খবর।
বর্তমানে বিশ্বের প্রথম সারির শিল্পপতিদের মধ্যে একজন গৌতম আদানি। উল্লেখ্য, ২০২২ সালে প্রকাশিত হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারের মূল্যে কারচুপির অভিযোগ ওঠে। সেই সময় বেশ সমস্যায় পড়েছিলেন আদানি গোষ্ঠী। সেই সময়ও গৌতম আদানির বিভিন্ন সংস্থার শেয়ারে ধস নামে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন