NDTV-র পরিচালন গোষ্ঠীর অধিকর্তার পদ থেকে ইস্তফা দিলেন চ্যানেলের প্রতিষ্ঠাতা প্রনয় রায় এবং তাঁর স্ত্রী রাধিকা রায়। আদানি গ্রুপ এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করার কয়েক ঘণ্টার মধ্যেই চ্যানেলটির পরিচালন গোষ্ঠীর - RRPR হোল্ডিং প্রাইভেট লিমিটেড - পদ থেকে ইস্তফা দেন প্রণয় রায় এবং রাধিকা রায়।
তবে রায় দম্পতি নিউজ চ্যানেলের বোর্ড থেকে পদত্যাগ করেননি এখনও। প্রোমোটার হিসেবে এঁদের হাতে এনডিটিভির এখনও ৩২ শতাংশ শেয়ার রয়েছে। প্রণয় রায় এনডিটিভির চেয়ারপারসন এবং রাধিকা রায় এক্সিকিউটিভ ডিরেক্টর।
মঙ্গলবার গভীর রাতে স্টক এক্সচেঞ্জকে দেওয়া এক বিবৃতিতে নিউ দিল্লি টেলিভিশন (NDTV) জানিয়েছে, RRPR হোল্ডিং প্রাইভেট লিমিটেড বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন প্রণয় রায় এবং রাধিকা রায়।
একইসাথে বোর্ড জানিয়েছে, তাৎক্ষনিক পদক্ষেপ হিসেবে সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিনিয়াহ চেঙ্গালভারায়ণ নামের তিনজনকে ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। এই তিনজনকেই মনোনীত করেছে আদানি গ্রুপ।
এক দশকেরও বেশি সময় আগে বিশ্ব প্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড (VCPL) নামক একটি সংস্থার কাছ থেকে ৪১৩ কোটি টাকা ঋণ নিয়েছিল প্রণয় রায়ের নেতৃত্বাধীন RRPRH। ঋণের শর্ত ছিল, VCPL যে কোনও সময় NDTV-র ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। গত আগস্ট মাসে এই VCPL-কেই কিনে নেয় আদানির মিডিয়া সংক্রান্ত ব্যবসা দেখাশোনা করে যেই সংস্থা সেই এমজি মিডিয়া নেটওয়ার্ক। এই হিসেবে এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার আসে আদানির হাতে। সোমবার খাতায় কলমে এনডিটিভির শেয়ার হস্তান্তর হয় আদানির হাতে। এর কয়েক ঘণ্টা পরই RRPRH এর ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন প্রণয় রায় ও তার স্ত্রী রাধিকা রায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন