ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেল গেরুয়া শিবির। দুই প্রাক্তন বিজেপি বিধায়ক সহ একাধিক বিজেপি নেতা যোগ দিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চায়। যা নিয়ে বেশ অস্বস্তিতে ঝাড়খণ্ড বিজেপি।
আগামী ১৩ এবং ২০ নভেম্বর দু'দফায় নির্বাচন হবে ঝাড়খণ্ডে। তার আগেই বিজেপির ঘর ভাঙছে জেএমএম। বিজেপির প্রাক্তন সহ-সভাপতি তথা বর্ষীয়ান নেত্রী ডঃ লুইস মারান্ডি, ঘাটশিলার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষ্মণ টুডু, বহরাগোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক কুণাল শারঙ্গি জেএমএম-এ যোগদান করেছেন।
এছাড়া বিজেপি নেত্রী তথা জামশেদপুর জেলা পরিষদ সভপতি বারী মুর্মু, বিজেপি নেতা বাসকো বেসরা এবং সরাইকেলার বিজেপি নেতা গণেশ মাহালি জেএমএম-এ যোগদান করেন। সোশ্যাল মিডিয়ায় সকল নেতার সাথে ছবি দিয়ে পুরো বিষয়টি জানান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিজেপি নেতাদের সাথে ছবি দিয়ে হেমন্ত লেখেন, 'জয় ঝাড়খণ্ড, জয় জয় ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড জিতবে।'
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ঝাড়খণ্ডের ৮১টি আসনে ভোট হবে দু'দফায়। আগামী ১৩ নভেম্বর ৪৩টি আসনে এবং ২০ নভেম্বর ৩৮টি আসনে নির্বাচন হবে। ঝাড়খণ্ডের প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর। দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর। ফলাফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ৩০টি আসন জিতেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ১৬ আসন জিতেছিল কংগ্রেস এবং আরজেডি জয়ী হয়েছিল ১টি আসনে। মোট ৪৭ আসন নিয়ে সরকার গঠন করেছিল ইউপিএ জোট। বিজেপি জিতেছিল ২৫টি আসনে। এছাড়া ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (পি) ৩টি, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন ২টি, কমিউনিস্ট পার্ট অফ ইন্ডিয়া (এম-এল) লিবারেশন ১টি, এনসিপি ১টি এবং ২টি আসন জেতে নির্দল প্রার্থীরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন