লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে কেন্দ্র। যার জন্য সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের ডিএ বৃদ্ধির কারণে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের সাথে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ-র পার্থক্য বেড়ে দাঁড়াল ৩৬ শতাংশ।
বৃহস্পতিবার রাতে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র। রীতিমতো খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই সিদ্ধান্তকে মাস্টারস্ট্রোক বলেই দাবি করছে রাজনৈতিক মহলের একাংশ।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই ঘোষণার সময় বলেন, মন্ত্রিসভায় আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪৯.১৮ লক্ষ কর্মচারী এবং ৬৭.৯৫ লক্ষ পেনশনভোগী এই ডিএ-র সুবিধা পাবেন। যার জন্য খরচ হবে ১২ হাজার ৮৬৮ কোটি টাকা।
কেন্দ্রের ঘোষণার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন ৫০ শতাংশ করে ডিএ পাবেন। আগে পেতেন ৪৬ শতাংশ করে। এই ডিএ কাঠামো ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই ধার্য করা হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন