সোমবার লোকসভা অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার মোদী তাঁর ভাষণে নাম না করে রাহুক গান্ধীকে ‘বালক বুদ্ধি’ বলে কটাক্ষ করেছেন। মোদীর এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস এবং ইন্ডিয়া মঞ্চের এক সদস্য সমাজবাদী পার্টি।
মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতি ভাষণের ধন্যবাদ প্রস্তাবের সময় রাহুল গান্ধীকে নিশানা করে মোদী বলেন, “বালক বুদ্ধির বিলাপ চলছে। ‘আমাকে মারধর করা হয়েছে।‘ সমবেদনা পাওয়ার জন্য নতুন নাটক শুরু হয়েছে। কিন্তু দেশ এটা জানে, তিনি হাজার কোটি টাকার কারচুপির মামলায় জামিনে বাইরে রয়েছেন। ওবিসি সম্প্রদায়ের মানুষদের চোর এবং তাদের বিরুদ্ধে মিথ্যা বলার জন্য সর্বোচ্চ আদালতে ক্ষমা চাইতে হয়েছে।“
মোদী আরও বলেন, “শিশু মনে সংসদেও যাকে তাকে জড়িয়ে ধরেন। সংসদে বসে কাউকে চোখও মারেন।“ উল্লেখ্য, ২০১৮ সালে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেছিলেন রাহুল গান্ধী। মোদী মঙ্গলবারের ভাষণে সেই কথাই উল্লেখ করেন।
এরপর রাহুল গান্ধীকে কটাক্ষ করে 'গ্যাংস অফ ওয়াসিপুর' সিনেমার জনপ্রিয় সংলাপ ‘তুমসে না হো পায়েগা (তোমার দ্বারা হবে না)’ ব্যবহার করে মোদী বলেন, ‘এটা আপনার জন্য নয়’।
মোদীর এই কটাক্ষের পাল্টা দিয়েছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে লেখেন, “নির্বাচনে ১৪০ কোটি ভারতীয় নরেন্দ্র মোদী সরকারকে বলেছে তুমসে না হো পায়েগা। জনগণের অনুভূতি বুঝুন, স্বৈরাচার ত্যাগ করুন।“
প্রধানমন্ত্রীর 'পরজীবী' মন্তব্যের জবাব দিয়ে খাড়্গে বলেন, “আপনি কৃষকদের উদ্দেশ্যেও এই শব্দ ব্যবহার করে তাঁদের অপমান করেছিলেন, যারা গত এক বছর ধরে নিজেদের অধিকারের জন্য সীমান্তে আন্দোলন করছেন। যার সামনে আপনার স্বৈরাচারী সরকারকে মাথা নত করতে হয়েছিল। এবং তিনটি নতুন কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। “
খাড়্গে আরও বলেন, “আজকে সেই একই শব্দ উল্লেখ করেছেন কংগ্রেস দলের বিরুদ্ধে। এটি কংগ্রেস পার্টির জন্য কোনো অপব্যবহার নয়। কৃষকদের সাথে জাতি গঠনের জন্য আমাদের জীবন উৎসর্গ করা, সেটা আমাদের জন্য গর্বের বিষয়।“
কংগ্রেসের পাশাপাশি মোদীকে নিশানা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, “এই সব কথা বলা হয়েছে যাতে নিট নিয়ে কেউ প্রশ্ন না করে। যারা বালক বুদ্ধি বলে কটাক্ষ করে তারা নিজেরাই বালক (শিশু)। কারণ মানুষ যখন ভোট দিয়ে তাদের বেছে নিয়েছে, তখন এই ধরনের মন্তব্য করা উচিত নয়। সরকারে এখন বালক আছে যারা সক্ষম নয় দেশের সমস্যা বোঝার জন্য।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন