আপাতত ইতিহাস ঘেঁটে ঘ। আলেকজান্ডার নাকি চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হয়েছিলেন! কারণ ইতিহাস বইতে যা লেখা রয়েছে, আর অমিত শাহ ও যোগী আদিত্যনাথ যা বলছেন, তা অনেকটা ইতিহাস নয়ছয় হওয়ার মতই ব্যাপার।
আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। বিভিন্ন ধরনের অপরাধ, নারী নির্যাতন, দলিত ও মুসলিমদের উপর অত্যাচার, পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউয়ে গঙ্গায় লাশের সারি ভেসে ওঠা- এসবই ছিল গত কয়েক মাসে উত্তরপ্রদেশের সার্বিক চিত্র। কিন্তু ভোটের কথা মাথায় রেখে মেরুকরণের হাতিয়ার গেরুয়া শিবিরের। আর সেটা করতে গিয়ে ঘেঁটে যাচ্ছে ইতিহাসের অ আ ক খ।
ইতিহাস পড়তে গিয়ে আমরা জেনেছি, আলেকজান্ডারের মৃত্যুর বেশ কয়েক বছর পরে তাঁর সেনাপতি সেলুকাসকে যুদ্ধে হারিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রবিবার জানিয়েছেন, চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে যুদ্ধে হেরে গিয়েছিলেন গ্রিক সম্রাট আলেকজান্ডার। তার বক্তব্যের সমর্থনে যুক্তি দিয়েছেন যোগী। বলেন, ‘ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ইতিহাস চন্দ্রগুপ্ত নয়, আলেকজান্ডারকে মহান বলে। যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিলেন।’
ইতিহাসবিদ দূরের কথা, আমজনতাও এই তত্ত্বে চমকে উঠেছেন। বিরোধীদের ব্যাখ্যা, ইচ্ছা করেই হিন্দু রাজা হিসেবে চন্দ্রগুপ্তকে মহিমান্বিত করতে গিয়ে আলেকজান্ডারের সঙ্গে তাঁর যুদ্ধ করিয়ে তাঁকে জিতিয়ে দিয়েছেন! অথচ আলেকজান্ডারের মৃত্যুর সময় চন্দ্রগুপ্ত নাবালক। যোগীর এমন ‘ইতিহাস’ চর্চা নিয়ে অনেকেই ব্যঙ্গ করেছেন। কেউ কেউ আবার তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিদ্রুপ করেছেন।
অনেকে বলেছেন, শিক্ষা-স্বাস্থ্য-আইনশৃঙ্খলা-কর্মসংস্থানের মতো জরুরি বিষয় নিয়ে কথা বললে মুখ পুড়বে। সেটা বুঝেই যোগী সঙ্ঘের ইশারায় ভুল ইতিহাস বলছেন। আরএসএস বহু দিন ধরেই এ দেশের ইতিহাসকে বিকৃত করে ইতিহাসের হিন্দুত্বকরণের চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, এর একদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিহাস নিয়ে কিছু অভিমত পেশ করেছিলেন। রামায়ণ অনুযায়ী, মৃত্যুশয্যায় শায়িত রাবণের কাছে রাজধর্ম শিখতে রামচন্দ্র পাঠিয়েছিলেন ভাই লক্ষ্মণকে।
গতকাল উত্তরপ্রদেশে হিন্দি ভাষা প্রচারের এক অনুষ্ঠানে গিয়ে অমিত শাহ জানান, মৃত্যুশয্যায় থাকা রাবণের কাছে রাজধর্ম শিখতে রামচন্দ্র নাকি ভরতকে পাঠিয়েছিলেন ! বিরোধীরা বলছে, রামচন্দ্রকে সামনে রেখে বিজেপি ভোটপ্রচার করে, অথচ সত্যিটা জানে না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন