সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে এমন সমস্ত আইন বাতিলের দাবি জানালো প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সহ ভারতের ১৪টি সাংবাদিক ও সংবাদকর্মী সংগঠন। সদ্য গঠিত এনডিএ সরকারের কাছে এই আর্জি জানিয়েছে তারা।
প্রেস ক্লাব অফ কলকাতা, প্রেস ক্লাব অফ মুম্বাই, প্রেস ক্লাব অফ চন্ডীগড়, ত্রিবান্দ্রম প্রেস ক্লাব, কোগিটো মিডিয়া ফাউন্ডেশন, দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্ট, প্রেস অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন, ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন, ওয়ার্কিং নিউজ ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, ডিজিপাব নিউজ ইন্ডিয়া ফাউন্ডেশন, ইন্ডিয়ান উইমেন প্রেস ক্লাব, জনপ্রসার এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়া মিলে নয়া সরকারের কাছে সংবাদমাধ্যম বিরোধী আইনগুলি বাতিলের দাবি জানিয়েছে।
সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হচ্ছে, ২০২৩ সালে মোদী সরকার সাংবাদমাধ্যম সংক্রান্ত একাধিক আইন নিয়ে আসে। যার মধ্যে রয়েছে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যান্ড পিরিওডিক্যালস অ্যাক্ট, ডেটা প্রোটেকশন অ্যাক্ট, ইনফরমেশন টেকনোলজি অ্যামেন্ডমেন্ট রুলস। এই আইনগুলির মাধ্যমে সরকারের কাছে অনলাইন মিডিয়াকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে। এই সমস্ত আইন বাতিলের দাবি জানানো হয়েছে।
এছাড়া বিজেপি সরকারের আমলেই সংবাদমাধ্যম কর্মীদের চাকরির সুরক্ষা নিয়েও আইন আনা হয়েছিল। যা পেশা সুরক্ষা কোড হিসেবে পরিচিত। সেই কোড বাতিল করে পুরনো ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি কেবল টিভি নেটওয়ার্ক আইন বাতিল করে ব্রডকাস্ট সার্ভিস রেগুলেশন বিল আনা হয়। যার মাধ্যমে ডিজিটাল মিডিয়ার ওপর সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। তাও বাতিলের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, বিজেপি সরকারের আমলে দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্রমশ কমেছে। ২০১৪ সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে বিশ্বের প্রথম ১৮০টি দেশের মধ্যে ১৪০ নম্বরে ছিল ভারত। ২০১৫ সালে ১৩৬, ২০১৬ সালে ১৩৩, ২০১৭ সালে ১৩৬, ২০১৮ সালে ১৩৮, ২০১৯ সালে ১৪০, ২০২০ ও ২০২১ সালে ১৪২ নম্বর স্থানে ছিল ভারত। ২০২১ সালের পর থেকে এই ইনডেক্সে আরও পতন হয় ভারতের। ২০২২ সালে প্রেস ফ্রিডম ইনডেক্সে ভারত ১৫০ স্থানে ছিল। ২০২৩ সালে ১৬১ নম্বর স্থানে নামে। ২০২৪ সালে ১৫৯তম স্থানে রয়েছে ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন