কো-অপারেটিভ ব্যাঙ্কের ২০০০ কোটি টাকা অপব্যবহারের অভিযোগ, BJP নেতাকে তলব মুম্বাই পুলিশের

আম আদমি পার্টির (AAP) রাজ্য সাধারণ সম্পাদক ধনঞ্জয় শিন্ডের অভিযোগের ভিত্তিতে ১৪ মার্চ এমআরএ মার্গ থানা বিজেপি নেতা প্রবীণ দারেকারকে তলব করেছে।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী
Published on

মুম্বাই ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক জালিয়াতি মামলার তদন্তের জন্য ভারতীয় জনতা পার্টির (BJP) নেতা প্রবীণ দারেকারের বিরুদ্ধে সমন জারি করেছে মুম্বাই পুলিশ। আম আদমি পার্টির (AAP) রাজ্য সাধারণ সম্পাদক ধনঞ্জয় শিন্ডের অভিযোগের ভিত্তিতে ১৪ মার্চ এমআরএ মার্গ থানা দারেকারকে তলব করেছে।

শিন্ডে অভিযোগ করেছেন যে, বিজেপি নেতা শ্রম বিভাগে পরিচালক হিসাবে কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শ্রমিক হিসাবে ভুয়ো পরিচয় দিয়েছিলেন। তিনি আরও বলেন, যে প্রবীণ দারেকারে মুম্বাই ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক (MDCCB)-র দুই মেয়াদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপরে মহারাষ্ট্র সমবায় বিভাগ তদন্তের নির্দেশ দেয় এবং ২০২২ সালের জানুয়ারিতে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।

শিন্ডের অভিযোগ, প্রবীণ দারেকারের আমলেই MDCCB-এর তহবিলের প্রায় ২০০০ কোটি টাকার অপব্যবহার হয়েছে। সেই সময় বিরোধী দলের নেতারা তাঁর পদত্যাগ চেয়েছিলেন। AAP ছাড়াও, শিবসেনা নেতা কিশোর তিওয়ারি ২০২১ সালের সেপ্টেম্বরে দারেকারের বিরুদ্ধে ঘাটকোপার থানায় অভিযোগ দায়ের করেছিলেন। যদিও ধারাবাহিকভাবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রবীণ দারেকারে।

-With IANS inputs

ছবি - প্রতীকী
Adani University: আদানি গ্রুপের বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন গুজরাট বিধানসভায়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in