ভোট মিটতেই গুজরাটে লিটার প্রতি ২ টাকা দুধের দাম বাড়ালো আমূল

২০২২ সালের অক্টোবরে, গুজরাট ছাড়া গোটা দেশেই বেড়েছিল Amul-এর দুধের দাম। সেসময় মোদী রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল। নির্বাচনের মুখে বাড়ানো হয়নি দুধের দাম। ডিসেম্বরে নির্বাচনের পর এবার বাড়ানো হল দুধের দাম।
ভোট মিটতেই গুজরাটে লিটার প্রতি ২ টাকা দুধের দাম বাড়ালো আমূল
প্রতীকী ছবি
Published on

এবার গুজরাটে বাড়ল আমূল (Amul)-এর দুধের দাম। লিটার প্রতি ২ টাকা। শনিবার, এই সিদ্ধান্ত নিয়েছে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)। আজ থেকেই এই দাম কার্যকরী।

২০২২ সালের অক্টোবরে, গুজরাট ছাড়া গোটা দেশেই বেড়েছিল Amul-এর দুধের দাম। সেসময় মোদী রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল। নির্বাচনের মুখে বাড়ানো হয়নি দুধের দাম। ডিসেম্বরে বিধানসভা নির্বাচনের পর এবার বাড়ানো হল দুধের দাম।

সাধারণত, আগে থেকেই দুধের দাম বৃদ্ধির কথা জানানো হয়ে থাকে। কিন্তু, এবার তা করেনি গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড।

সূত্রের খবর, পশুখাদ্য ও পরিবহনের খরচ বাড়ার কারণে দুধের উৎপাদন খরচ বেড়ে গেছে। এছাড়া, দুগ্ধজাত ফ্যাটের চাহিদা বৃদ্ধির কারণে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমূল দুধের সংশোধিত মূল্য হল-

আমূল মহিষের দুধের দাম এখন প্রতি লিটারে ৬৮ টাকা, আমূল গোল্ডের দাম প্রতি লিটার ৬৪ টাকা এবং আমূল শক্তি-র দাম প্রতি লিটার ৫৮ টাকা।

আমূল গরুর দুধের দাম এখন প্রতি লিটার ৫৪ টাকা, আমূল তাজা প্রতি লিটার ৫২ টাকা এবং আমূল টি-স্পেশাল প্রতি লিটার ৬০ টাকা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in