মহারাষ্ট্রের (Maharastra) মতো তামিলনাড়ুতেও (Tamil Nadu) পরিবর্তন আসবে। শীঘ্রই এ রাজ্যে একজন একনাথ সিন্ধের আবির্ভাব হবে। সম্প্রতি এমনই দাবি করেছিলেন রাজ্য বিজেপির প্রধান কে আন্নামালাই (K Annamalai)। তবে, বিজেপির এই দাবিকে সরাসরি খারিজ করে দিয়েছে শাসক দল - দ্রাবিড় মুননেত্রা কাজগম (DMK)।
আন্নামালাইয়ের মন্তব্যকে ‘তুচ্ছ’ বলে উড়িয়ে দিয়েছেন ডিএমকে সিনিয়র নেতা ও দলের সাংগঠনিক সম্পাদক আর এস ভারতী (RS Bharathi)। বলেছেন 'দল তাকে (পড়ুন- আন্নামালাইকে) গুরুত্ব সহকারে নিচ্ছে না।'
গত মঙ্গলবার, চেন্নাইয়ে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মহারাষ্ট্রের সঙ্গে তামিলনাড়ুর রাজনৈতিক সাদৃশ্যের কথা টানেন আন্নামালাই। তিনি বলেন, 'বালাসাহেবের তৃতীয় পুত্র উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন এবং একইভাবে এম কে স্টালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন।'
এরপরেই আন্নামালাই বলেন, 'উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য-র মতো এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধিরও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। দুজনেই নিজ দলের যুব শাখার নেতা। তামিলনাড়ুতেও মন্ত্রিসভায় রদবদলের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানেও একজন একনাথ সিন্ধের আবির্ভাব হবে।'
শুধু তাই নয়, দুই রাজ্যের তুলনা টানতে বিন্দুমাধব (Bindumadhav) ও মু কা মুথুর (Mu Ka Muthu) প্রসঙ্গও সামনে এনেছিলেন বিজেপি নেতা আন্নামালাই। বলেছিলেন, 'প্রয়াত শিবসেনা সুপ্রিমো বাল ঠাকরের জ্যেষ্ঠ পুত্র বিন্দুমাধবের চলচ্চিত্র নিয়ে কাজ করার সাথে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির প্রথম পুত্র মু কা মুথুর সাদৃশ্য রয়েছে। দুজনেই চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন কিন্তু ছবিগুলো ভালো করেনি।'
ডিএমকে অবশ্য বিজেপি নেতার মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নয়। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, 'দলে বিদ্রোহের কোনও সম্ভবনা নেই।' ডিএমকে সাংগঠনিক সম্পাদক আর এস ভারতী (RS Bharathi) বলেন, 'তিনি (আন্নামালাই) আজেবাজে সব কথা বলছেন। আমরা তাঁর কথা সিরিয়াসলি নিচ্ছি না।'
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগেই বলেছেন - কেবল মহারাষ্ট্র নয় এরপর বাংলা, কেরালা, তামিলনাডুসহ একাধিক রাজ্য বিজেপি দখল করবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন