Andhra Pradesh: শ্রীকাকুলামে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত ৫

অন্ধ্রপ্রদেশে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। এই ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শ্রীকাকুলাম-এর এক হাসপাতালে আহত ব্যক্তির চিকিৎসা চলছে।
অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনা
অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনাছবি নিখিলা হেনরির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

অন্ধ্রপ্রদেশে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। এই ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শ্রীকাকুলাম-এর এক হাসপাতালে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।

প্রশাসনিক সূত্র অনুসারে, সোমবার রাতে সেকেন্দ্রাবাদ গুয়াহাটি এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে শ্রীকাকুলাম জেলার জি সিগাদাম মণ্ডলের বাথুভা গ্রামের কাছে দাঁড়িয়ে পড়ে। ট্রেন মাঝপথে থেমে যাওয়ায় বেশ কিছু যাত্রী নেমে পাশের লাইনের ওপর গিয়ে দাঁড়ান। এইসময় পাশের লাইন দিয়ে আসছিলো ভুবনেশ্বর মুম্বাই কোনার্ক এক্সপ্রেস। যে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। আহত হন বেশ কয়েকজন।

শ্রীকাকুলাম জেলা কালেক্টর শ্রীকেশ লাথকার ঘটনার পরেই আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in