আবগারি দুর্নীতিতে এবার ইডির র্যাডারে আরও এক আম আদমি পার্টির নেতা। বুধবার সকালে সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। অভিযোগ, এক ব্যবসায়ীকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন এই আপ নেতা।
দিল্লির আবগারি দুর্নীতি নিয়ে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ ভোরেই সঞ্জয় সিং-র দিল্লির বাসভবনে তল্লাশি শুরু করেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, দীনেশ আরোরা নামের এক ব্যবসায়ীর সাথে বর্তমানে জেলবন্দী আপ নেতা তথা দিল্লির প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন সঞ্জয়। কারণ দিল্লির তৎকালীন আবগারি মন্ত্রী ছিলেন সিসোদিয়া। তবে এর আগে চার্জশিটে সঞ্জয় সিং-র নাম ছিল না বা তদন্তে কোনো দিন নামও শোনা যায়নি। ফলে নতুন করে ইডির তদন্তে জল্পনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত বছর আবগারি দুর্নীতিতে সিবিআইএর হাতে গ্রেফতার হয়েছেন মণীশ সিসোদিয়া। গ্রেফতার হওয়ার সময় কেজরিওয়ালের মন্ত্রিসভায় ১৮টি মন্ত্রকের দায়িত্বে ছিলেন সিসোদিয়া। অভিযোগ ছিল, ক্ষমতায় এসেই দিল্লির আবগারি নীতিতে পরিবর্তন আনেন কেজরিওয়াল সরকার। যার মাধ্যমে বিশেষ কয়েকজন ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিয়েছিল আপ সরকার। বদলে বিশাল পরিমাণ আর্থিক লেনদেন হয়। যদিও পরে সেই নীতি বাতিল হয়ে যায়।
গত ২৬ ফেব্রুয়ারি, সিসোদিয়াকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর, দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত সিসোদিয়ার সিবিআই হেফাজত দেয়। এখন তিনি রয়েছেন তিহার জেলে। আপের অভিযোগ, সিসোদিয়াকে জেলের দাগি আসামীদের সঙ্গে রাখা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন