মোদী-বিরোধী পোস্টারে ছেয়ে গেল দিল্লি - ১০০টি FIR, ব্যাপক ধরপাকড় শুরু পুলিশের

টুইটে আপ বলে, “মোদি সরকারের স্বৈরাচারীতা চরমে। এই পোস্টারে এত আপত্তিকর কী আছে যে মোদীজি ১০০ টি F.I.R দায়ের করেছেন? একটা পোস্টার দেখে এত ভয়! কেন?”
মোদী-বিরোধী পোস্টারে ছেয়ে গেল দিল্লি - ১০০টি FIR, ব্যাপক ধরপাকড় শুরু পুলিশের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপসারণ চেয়ে পোস্টার পড়লো দিল্লিতে। কয়েক হাজার পোস্টার পড়েছে গোটা দিল্লি জুড়ে। এর জেরে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দিল্লি পুলিস। ৪৪টি মামলা দায়ের করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে দুজন ছাপাখানার মালিক রয়েছেন। এই ঘটনায় মোট ১০০টির বেশি এফআইআর দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার দিল্লির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় ২০০০ প্রধানমন্ত্রীর অপসারণ চাওয়া পোস্টার বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। অধিকাংশ পোস্টারে লেখা ছিল - "মোদি হটাও, দেশ বাঁচাও”। পুলিশের দাবি, মধ্য দিল্লির আইপি এস্টেট এলাকায় একটি ভ্যান তল্লাশির সময় পোস্টারগুলি পাওয়া যায়। জেরায় ভ্যান চালক জানিয়েছেন, পোস্টারগুলি দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) সদর দপ্তরে পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি।

সোমবারও এরকম বহু পোস্টার তিনি আপের পার্টি অফিসে পৌঁছে দিয়ে এসেছেন বলে জানান ভ্যান চালকটি।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আপ। পোস্টারে আপত্তিকর কী ছিল তা জানতে চাওয়া হয়েছে। দলের অফফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে "মোদি হটাও, দেশ বাঁচাও” লেখা একটি পোস্টার শেয়ার করে আপ বলে, “মোদি সরকারের স্বৈরাচারীতা চরমে। এই পোস্টারে এত আপত্তিকর কী আছে যে মোদীজি ১০০ টি F.I.R দায়ের করেছেন? প্রধানমন্ত্রী মোদি, আপনি হয়তো জানেন না, কিন্তু ভারত একটি গণতান্ত্রিক দেশ। একটা পোস্টার দেখে এত ভয়! কেন?”

গ্রেফতার হওয়া প্রিন্টিং প্রেসের মালিকরা দিল্লি পুলিশকে জানিয়েছেন, তাঁরা ৫০,০০০ "মোদী হটাও, দেশ বাঁচাও" পোস্টার ছাপানোর অর্ডার পেয়েছেন।

-With IANS Inputs

মোদী-বিরোধী পোস্টারে ছেয়ে গেল দিল্লি - ১০০টি FIR, ব্যাপক ধরপাকড় শুরু পুলিশের
Lay Off: বিশ্বজুড়ে অবাধ ছাঁটাই - ২০২৩-এর প্রথম তিন মাসেই কর্মহীন প্রায় দেড় লক্ষ
মোদী-বিরোধী পোস্টারে ছেয়ে গেল দিল্লি - ১০০টি FIR, ব্যাপক ধরপাকড় শুরু পুলিশের
DA দেওয়ার টাকা নেই! এক বছরে মন্ত্রী, MLA-দের জন্য সরকার খরচ করেছে ৫২ কোটি টাকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in