ডলারের তুলনায় টাকার দামে সর্বকালীন পতন হতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)-কে চরম কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)। বৃহস্পতিবার প্রবীণ এই কংগ্রেস নেতা বলেন, 'নিজের দক্ষতা ও ক্ষমতার উপর ভরসা রাখতে না পেরে, দেশের অর্থনীতির হাল শোধরাতে ও অর্থনাতিক পরামর্শের জন্য গ্রহ নক্ষত্রের শরণাপন্ন হয়েছেন নির্মলা সীতারামন।'
গত মঙ্গলবার নাসার একটি টুইট রিটুইট করেছিলেন নির্মলা সীতারামন। যাতে শক্তিশালী টেলিস্কোপে ধরা পড়া মহাকাশের কিছু ছবি ছিল। বৃহস্পতিবার, আমেরিকান ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম ৮০.০২ ছুঁতেই নির্মলার সেই টুইটকেই অত্যন্ত কৌশলে রাজনৈতিক আক্রমণের হাতিয়ার করেছেন চিদম্বরম।
চিদম্বরম টুইটে লেখেন, ‘আমরা অবাক হয়নি, অর্থমন্ত্রী যেদিন জুপিটার, প্লুটো এবং ইউরেনাসের ছবি টুইট করেছিলেন, সেদিন দেশে মুদ্রাস্ফীতি ৭.০১ শতাংশ এবং বেকারির হার ৭.৮ শতাংশ ছুঁয়েছিল।'
তির্যক সুরে তিনি আরও বলেন, 'নিজের ও অর্থনীতি উপদেষ্টাদের দক্ষতার উপর ভরসা রাখতে না পেরেই অর্থমন্ত্রী এখন গ্রহ নক্ষত্রদের ডাকছেন দেশের অর্থনীতি বাঁচাতে। অর্থমন্ত্রীর উচিত নতুন সিইএ অর্থাৎ মুখ্য অর্থনৈতিক জ্যোতিষী (Chief Economic Astrologer) নিয়োগ করা।'
শুধুমাত্র পি চিদাম্বরমই নন, এর আগে গতকাল কংগ্রেসের তরফেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে আক্রমণ করে বলা হয়েছিল যে দেশের অর্থনীতির হাল কীভাবে ফেরানো যায়, তার বিষয়ে চিন্তা না করে, অর্থমন্ত্রী ইউরেনাস ও প্লুটোর উপরই বিশেষ আগ্রহী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন