ভারতীয় মুদ্রার নোটের এক পিঠে যেমন মহাত্মা গান্ধীর ছবি রয়েছে, তেমনই অপর পিঠে লক্ষ্মী-গণেশের ছবি ছাপার দাবি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার, সাংবাদিক সম্মেলনে তিনি দেশের অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এই প্রস্তাব দিয়েছেন। আপ প্রধানের এই দাবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্যান্য বিরোধী দলগুলির অভিযোগ, আম আদমি পার্টি বিজেপির 'বি' টিম হয়ে কাজ করছে।
সাংবাদিক সম্মেলনে কেজরিওয়ালের দাবি, এই পদ্ধতিতে নতুন মুদ্রা ছাপা হলে সারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও উন্নত হবে। তিনি বলেন, "আজ আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাচ্ছি, ভারতীয় মুদ্রায় (মহাত্মা) গান্ধীজির ছবি যেমন আছে, তা থাকুক। অন্যদিকে, শ্রী গণেশজি এবং লক্ষ্মীজির ছবি অবশ্যই ছাপা উচিত।"
আম আদমি পার্টির নেতা আরও বলেন, "লক্ষ্মী হলেন সমৃদ্ধির দেবী এবং ভগবান গণেশ যেকোনও বাধা-বিঘ্ন দূর করেন। দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য আমাদের যেমন অনেক প্রচেষ্টা করতে হবে, তেমনই দেব-দেবীর আশীর্বাদ পেলে তবেই সেই প্রচেষ্টা ফলপ্রসু হবে। ভারতীয় মুদ্রা এবং নোটের এক পিঠে যদি গান্ধীজি এবং অপর পিঠে গণেশজি ও লক্ষ্মীজির ছবি থাকে, তাহলে সারা দেশ তাঁদের আশীর্বাদ পাবে।"
দিল্লির মুখ্যমন্ত্রীর কথায় - আমি বলছি না সব নোট বদলান। কিন্তু প্রতি মাসে জারি করা সব নতুন নোটে দেবদেবীদের ছবি থাকা উচিত। ইন্দোনেশিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, "সেখানকার প্রায় ৮৫ শতাংশ মানুষ মুসলিম এবং ২ শতাংশেরও কম হিন্দু। তা সত্ত্বেও সেখানকার মুদ্রা এবং নোটে ভগবান গণেশের ছবি রয়েছে। ইন্দোনেশিয়া যখন পারছে, তাহলে আমরা পারব না কেন? মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দর দিনদিন কীভাবে কমছে তা দেশবাসী দেখতে পাচ্ছে।"
এই বিষয়ে আগামীকাল বা পরশু কেন্দ্রের কাছে লিখিত আবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন কেজরিওয়াল।
তবে কেজরিওয়ালের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়াল ঠিক সেইভাবেই কথা বলেন, যাতে প্রকারান্তরে বিজেপির লাভ হয়। গান্ধীজির পাশে সুভাষ চন্দ্র বসুর ছবি রাখার দাবি অনেক দিনের। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করলে তিনি হয়ত বলতেন বিষ্ণুমাতার ছবি রাখতে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন