নির্বাচনের আগেই হরিয়ানা বিজেপিতে ধাক্কা। বিজেপির হয়ে প্রচার করার ১ ঘন্টার মধ্যেই কংগ্রেসে ফিরলেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা হরিয়ানা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানওয়ার। যা গেরুয়া শিবিরকে কার্যত অবাক করে দিয়েছে। অন্যদিকে পুরনো নেতাকে ফিরে পেয়ে অক্সিজেন পেলেন কংগ্রেস কর্মী সমর্থকরা।
আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগেই 'পদ্ম' ছেড়ে 'হাত' ধরলেন অশোক তানওয়ার। বৃহস্পতিবার দুপুর ২টো পর্যন্তও বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেছেন তিনি। তার ১ ঘন্টা পরই সকলকে অবাক করে কংগ্রেসে ফিরলেন।
হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, কে সি ভেণুগোপাল সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। তাঁদের উপস্থিতিতেই তিনি কংগ্রেসে ফেরেন। মঞ্চেই কংগ্রেস নেতৃত্ব ঘোষণা করেন, আজ অশোক তানওয়ার ঘরে ফিরে এলেন।
এক্স মাধ্যমে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, "কংগ্রেস শোষিত ও বঞ্চিতদের অধিকারের জন্য ক্রমাগত আওয়াজ তুলেছে এবং সংবিধান রক্ষার জন্য লড়াই করেছে। আমাদের সংগ্রাম ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে আজ বিজেপির সিনিয়র নেতা, প্রাক্তন সাংসদ, হরিয়ানায় বিজেপির প্রচার কমিটির সদস্য এবং তারকা প্রচারক অশোক তানওয়ার কংগ্রেসে যোগ দিলেন। আপনার আগমনে দলিতদের অধিকারের লড়াই আরও জোরদার হবে"।
প্রসঙ্গত, ২০১৯ সালে অশোক তানওয়ার কংগ্রেস ত্যাগ করেন। কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডার সাথে বিবাদের জেরেই তিনি কংগ্রেস ছাড়েন বলে জানা গিয়েছিল। এরপর কিছু সময়ের জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপর ২০২২ সালে যোগ দেন আম আদমি পার্টিতে। চলতি বছরের শুরুতেই আম আদমি পার্টি ছেড়ে যোগ দেন বিজেপিতে। এরপর পুনরায় কংগ্রেসে এলেন তিনি। নির্বাচনের মুহূর্তে অশোক তানওয়ারের দলত্যাগ বিজেপির কাছে কার্যত ধাক্কা বলেই মনে করছেন রাজনীতিবিদরা। কারণ তিনি একজন বিশিষ্ট দলিত নেতা। দলিত ভোটে এর বিশেষ প্রভাব পড়তে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন