আরও একবার দলত্যাগের ধাক্কা কংগ্রেসে। এবার দল ছাড়লেন দলের মহিলা শাখার নেত্রী এবং প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। সোমবার কংগ্রেসের দলীয় সূত্রে একথা জানা গেছে। দলত্যাগের পরেই নিজের ট্যুইটার বায়ো বদলে দিয়েছেন সুস্মিতা দেব। যেখানে এখন লেখা আছে প্রাক্তন সাংসদ, লোকসভা। প্রাক্তন সদস্য ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রাক্তন সভানেত্রী, সারা ভারত মহিলা কংগ্রেস।
কংগ্রেস সূত্র থেকে জানানো হয়েছে, সুস্মিতা দেব তাঁর পদত্যাগপত্র দলের কার্যকরী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়েছেন। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কংগ্রেসের তরফে অন্য কিছু বলা হয়নি।
প্রসঙ্গত, গত দু’দিন আগেই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন সুস্মিতা দেব। আসাম কংগ্রেসের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে দলীয় উচ্চ নেতৃত্বের সঙ্গে দেখা করার দু’দিন পরেই সুস্মিতা দেবের পদত্যাগ রাজনৈতিক মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব রাজনৈতিক জীবনের শুরু থেকেই কংগ্রেসের সদস্য ছিলেন এবং দলের মনোনয়নে সাংসদ হন। বিগত আসাম বিধানসভা নির্বাচনের আগেই তাঁর দল ছাড়ার গুঞ্জন তৈরি হয়েছিলো। যদিও তখন তিনি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন।
গত কয়েকদিনে আসাম কংগ্রেস থেকে একাধিক নেতা নেত্রী দলত্যাগ করেছেন। এদের কেউ কেউ বিজেপিতে যোগ দিয়েছেন। সুস্মিতা দেব এখনও পর্যন্ত কোন দলে যোগ দেবেন সে বিষয়ে কিছু জানাননি। রাজনৈতিক মহলের সূত্র অনুসারে তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন