আসামের করিমগঞ্জের নাম বদলে হতে চলেছে ‘শ্রীভূমি’। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর নাম বদলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।
মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, ‘১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসমের করিমগঞ্জ জেলার নাম রেখেছিলেন শ্রীভূমি। যার অর্থ - মা লক্ষ্মীর ভূমি। অবশেষে এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করল সরকার।‘
করিমগঞ্জের ম্যাপ ও রবীন্দ্রনাথের ছবি-সহ একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। যাতে বলা হয়েছে, করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত ‘জেলার জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।‘
এই নামবদল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যুক্তি, করিমগঞ্জ নামের কোনও আভিধানিক অর্থ নেই। কিন্তু ‘শ্রীভূমি’ নামের সঙ্গে জড়িয়ে রয়েছে রবীন্দ্র-স্মৃতি, ইতিহাস। যার জেরেই এই পদক্ষেপ। উল্লেখ্য, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ বিজেপির কৃপানাথ মাল্লা।
জানা যায়, ১৯১৯ সালে করিমগঞ্জ থেকে সিলেটে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গবেষকদের অনেকে মনে করেন, সফরকালেই কাউকে সই দিতে গিয়ে অবিভক্ত ওই অঞ্চলের বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছিলেন, 'মমতাবিহীন কালস্রোতে/বাঙলার রাষ্ট্রসীমা হোতে/ নির্বাসিতা তুমি/ সুন্দরী শ্রীভূমি।' অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জই দেশভাগের পরে ভারতে যুক্ত হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন