অসমে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসেছে বিজেপি। ফল হয়েছে আশানুরূপ। কিন্তু কাঁটার মতো বিঁধে রয়েছে মুসলিম ভোট। আশানুরূপ হয়নি মুসলিম ভোট সংখ্যা। মুসলিমদের জন্য আলাদা করে তৈরি হয়েছিল সংখ্যালঘু মোর্চা। কিন্তু তা সঠিক সময় কাজে না লাগায় শেষপর্যন্ত সেই মোর্চা ভেঙেই দিল অসম বিজেপি।
রাজ্য সভাপতি রঞ্জিত দাস বলেন, আমাদের অনেক মোর্চা আছে যেমন, মহিলা, যুব, এসটি এবং অন্যান্য। সংখ্যালঘু মোর্চাও রয়েছে। আমরা বহু মুসলিম অধ্যুষিত আসনে প্রার্থী দিয়েছিলাম। এই সব এলাকায় বহু বুথে প্রার্থীরা ২০টি ভোটও পাননি। যেখানে এর থেকেও বেশি সংখ্যায় রয়েছে বুথ কমিটির সদস্য। তার মানে কর্মীরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই এই মোর্চা ভেঙে দেওয়া হল।
বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা মুখতার হোসেন খান বলেছেন, কেন সংগঠন ভেঙে দেওয়া হল তা তিনি জানেন না। প্রসঙ্গত, অসমে ১২৬টি বিধানসভা কেন্দ্র। মোট ৮ জন মুসলিম প্রার্থী দিয়েছিল বিজেপি। প্রত্যেকেই হেরেছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৭৫টি আসন, কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট জিতেছে ৫০টি আসন এবং একটি আসনে জিতেছেন জেলবন্দি সমাজকর্মী অখিল গগৈ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন