বছর শেষে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগকারীদের চমক দিল মোদী সরকার। নতুন বছর অর্থাৎ ২০২৪ থেকে এই যোজনায় বাড়ছে সুদের হার। চতুর্থ ত্রৈমাসিক সুদের হার ৮ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৮.২ শতাংশ। এ ছাড়া ৩ বছরের মেয়াদি আমানতের সুদ ৭ শতাংশ থেকে কমিয়ে ৭.১ শতাংশ করা হয়েছে। তবে অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি।
শুক্রবার অর্থমন্ত্রকের তরফ থেকে আগামী ৩ মাসের প্রকল্পগুলির জন্য সুদ ঘোষণা করা হয়েছে। সেই বিবৃতি অনুযায়ী, দেশের ১১ টি যোজনার মধ্যে মাত্র ২ টির সুদ বৃদ্ধি করা হয়েছে। বাকিগুলি অপরিবর্তিত থাকছে। অর্থ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সুদ একই রয়েছে বাদবাকি সব প্রকল্পে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বয়স্কদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে মিলবে ৮.২% সুদ। এই প্রকল্পে সুদের হার সব থেকে বেশি। সেভিংস ডিপোজ়িটে ৪%, পাঁচ বছরের রেকারিং ডিপোজ়িটে ৬.৭%, মাসিক জমায় ৭.৪%, এনএসসি-তে ৭.৭%, কিসান বিকাশে ৭.৫%। তবে শুক্রবার সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদ ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে ৮.২%। এ ছাড়া তিন বছরের মেয়াদি আমানতে তা ১০ বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে ৭.১%।
বাড়ানো হয়নি পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। এই যোজনায় বিনিয়োগকারীরা মাত্র ৭.১ শতাংশ সুদ পাবেন। এপ্রিল 2020 থেকে পিপিএফ-এর সুদের হারে কোনও পরিবর্তন হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন