৫ মাসের মধ্যেই রামমন্দিরের ছাদ ফুটো! পড়ছে জল, নেই কোনও নিকাশি ব্যবস্থা - জানালেন প্রধান পুরোহিত

People's Reporter: আচার্য্য সত্যেন্দ্র দাস বলেন, "এটা খুবই আশ্চর্যজনক যে সারা দেশের সেরা ইঞ্জিনিয়াররা রাম মন্দির তৈরি করছেন। এত বড় বড় ইঞ্জিনিয়ার সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটে কীভাবে?“
রামমন্দিরের গর্ভগৃহে ছাদ ফুটো হয়ে চুঁইয়ে পড়ছে জল
রামমন্দিরের গর্ভগৃহে ছাদ ফুটো হয়ে চুঁইয়ে পড়ছে জলছবি সংগৃহীত
Published on

চলতি বছর ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দির। লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি এই মন্দির উদ্বোধন করা হয় বলে অভিযোগও ওঠে। সেই অভিযোগই যেন প্রমাণিত হল। উদ্বোধনের পাঁচমাসের মধ্যেই বিপত্তি রামমন্দিরে। রামমন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে জল চুঁইয়ে পড়তে শুরু করেছে। সোমবার এই বিষয়টি জানিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য সত্যেন্দ্র দাস।

মন্দির তৈরিতে অবহেলার অভিযোগ এনে সত্যেন্দ্র দাস বলেন, শনিবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়। কিন্তু বৃষ্টির জল বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই মন্দিরে। এই বিষয়ে সত্যেন্দ্র দাস এক সংবাদ মাধ্যমে বলেন, রামলালার মূর্তির সামনে পুরোহিত যেখানে বসেন এবং ভিআইপি দর্শনের জন্য মূর্তির সামনে যে অংশটি বরাদ্দ করা হয়েছে, সেখানকার ছাদ ফুটো হয়ে জল পড়তে শুরু করে।

তিনি বলেন, "এটা খুবই আশ্চর্যজনক যে সারা দেশের সেরা ইঞ্জিনিয়াররা রাম মন্দির তৈরি করছেন। মন্দিরটি ২২ জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল। কিন্তু, কেউ জানত না যে বৃষ্টি হলে ছাদ ফুটো হয়ে যাবে। এত বড় বড় ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটে কীভাবে?“

মন্দির ট্রাস্ট সূত্রে খবর, এই খবর মন্দির কমিটির কাছে পৌঁছানোর পর কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র দ্রুত ছাদ মেরামতের নির্দেশ দেন। শুধু মন্দিরের ভিতরে নয়, রামপথের বহু জায়গায় বৃষ্টির কারণে ফাটল দেখা গিয়েছে। সংবাদমাধ্যমের ক্যামেরাতে সেই সব দৃশ্য দেখা গেছে।

অন্যদিকে, রামমন্দিরের ছাদ দিয়ে জল পড়া নিয়ে বিজেপিকে নিশানা করতে শুরু করেছে কংগ্রেস। সোমবার এক বিবৃতিতে উত্তরপ্রদেশের কংগ্রেস প্রধান অজয় রাই বলেন, “শহীদদের কফিন হোক বা ঈশ্বরের মন্দির - সবেতেই বিজেপি দুর্নীতি করছে। প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের বক্তব্য থেকে স্পষ্ট যে প্রথম বৃষ্টিতেই কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি রাম মন্দিরের গর্ভগৃহেড় ছাদ থেকে জল পড়ছে এবং মন্দিরে সঠিক নিষ্কাশন ব্যবস্থা নেই।“

রাই বলেন, "শুধু তাই নয়, অযোধ্যায় উন্নয়নের ঢোল পিটিয়ে বিজেপি ৬২৪ কোটি টাকা ব্যয় করে রামপথ নির্মাণ করেছে। সেই রামপথের অনেক জায়গায় রাস্তা ধসে গেছে। শুধু নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য তাড়াহুড়ো করে নিম্ন মানের নির্মাণ করে অযোধ্যাকে দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত করেছে। আর এর জন্য সেখানকার লোকদের যথাযথ ক্ষতিপূরণও দেয়নি বিজেপি। শুধুই অবিচার করেছে।“

রামমন্দিরের গর্ভগৃহে ছাদ ফুটো হয়ে চুঁইয়ে পড়ছে জল
SpiceJet: কমছে রাম মন্দির দর্শনের চাহিদা! হায়দরাবাদ-অযোধ্যা বিমান পরিষেবা বন্ধের ঘোষণা স্পাইসজেটের
রামমন্দিরের গর্ভগৃহে ছাদ ফুটো হয়ে চুঁইয়ে পড়ছে জল
Odisha: ওড়িশায় পালাবদলে সুর বদল বিজেডির - সংসদে বিজেপি বিরোধিতার নির্দেশ নবীন পট্টনায়েকের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in