'ভিত্তিহীন, অযৌক্তিক মন্তব্য' - কৃষি আইন ফেরানো বিতর্কে কঙ্গনার বিরোধিতায় বিজেপির জাতীয় মুখপাত্র

People's Reporter: সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় জয়বীর শেরগিল বলেন, কঙ্গনা রানাউতের মন্তব্যকে সমর্থন না করার জন্য আমি বিজেপির কাছে কৃতজ্ঞ।
কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউতফাইল ছবি
Published on

৩ কৃষি আইন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করে ফের দলীয় নেতার কাছে সমালোচিত হলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। পাশাপাশি শিখ সম্প্রদায়কে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরেও কঙ্গনাকে কটাক্ষ করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র জয়বীর শেরগিল।

সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় জয়বীর শেরগিল বলেন, “কঙ্গনা রানাউতের মন্তব্যকে সমর্থন না করার জন্য আমি বিজেপির কাছে কৃতজ্ঞ। কিন্তু একজন পাঞ্জাবি হিসেবে আমাকে বলতেই হবে যে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কঙ্গনা রানাউতের ধারাবাহিক কটূক্তি, অর্থহীন, ভিত্তিহীন এবং অযৌক্তিক বক্তব্য, পাঞ্জাবের কৃষকদের ক্ষতি করছে। প্রধানমন্ত্রী পাঞ্জাবিদের জন্য যা করেছেন তার উপর প্রভাব পড়ছে”।

উল্লেখ্য সম্প্রতি কঙ্গনা রানাউত তিন কালা কৃষি আইন সম্পর্কে বলেন, “আমি জানি এটি বিতর্কিত হবে। কিন্তু আমি মনে করি যে সমস্ত কৃষি আইন বাতিল করা হয়েছিল তা ফিরিয়ে আনা উচিত। কৃষকদের উচিত এই দাবি তাঁরা নিজেরাই করুক। তাঁরা দেশের উন্নয়নের অন্যতম স্তম্ভ এবং আমি তাঁদের কাছে আবেদন করতে চাই - আপনাদের দাবি হোক, নিজের ভালোর জন্য আইন ফিরিয়ে দিন”।

যদিও দলীয় মুখপাত্র এবং অন্যান্য নেতাদের সমালোচনার মুখে পড়ে নিজের মন্তব্য ফিরিয়ে নেন তিনি। এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিও বার্তায় কঙ্গনা বলেন, "আমার মতামত ব্যক্তিগত হওয়া উচিত নয়। দলের অবস্থান হওয়া উচিত। তাই আমি কৃষি আইন সম্পর্কে যা বলেছি তা ফিরিয়ে নিচ্ছি। আমার মন্তব্য কাউকে হতাশ করে থাকলে আমি দুঃখিত।"

কঙ্গনা রানাউত
Kangana Ranaut: কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা রানাওয়াতের মন্তব্যে হরিয়ানার বিজেপি নেতৃত্বের ক্ষোভ
কঙ্গনা রানাউত
'বামেরা উইকিপিডিয়া হাইজ্যাক করে আমার ব্যক্তিগত তথ্য বদলে দিয়েছে': কঙ্গনা রানাউত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in