জল সংকটে হাহাকার অবস্থা বেঙ্গালুরুতে। পরিস্থিতির এমন বেহাল অবস্থা, এখন এক বালতি জল কিনতে হচ্ছে ১০০০ থেকে ২০০০ টাকা দিয়ে। সম্প্রতি এমনই চিত্র উঠে এসেছে। স্থানীয় প্রশাসনের দাবি, শহরের বেশির ভাগ নলকূপ শুকিয়ে যাওয়ায় জলের জন্য হাহাকার আরও বেড়েছে। যার ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
ইতিমধ্যেই শহরের আবাসন কর্তৃপক্ষগুলি নোটিস জারি করে বাসিন্দাদের জানিয়ে দিয়েছে, বিনা কারণে জল অপচয় বন্ধ করতে হবে। এছাড়াও, প্রতি দিন ২০ শতাংশ জলের খরচ কম করতে হবে। কেউ যদি এই ‘নিয়ম’ না মানেন, তা হলে তাঁকে ৫০০০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
বেঙ্গালুরু স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিনমাস ধরেই জলের সমস্যা চলছে। তবে গত কয়েকদিনে এই সমস্যার বৃদ্ধি ঘটেছে। বেসরকারি ট্যাঙ্কারের মালিকদের জলের দাম কমানোর নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু তার পর থেকেই বেসরকারি ট্যাঙ্কারগুলি আসা বন্ধ করে দিয়েছে বলে দাবি শহরবাসীদের।
তবে সম্প্রতি জানা গেছে, বেঙ্গালুরু সিটি প্রশাসন অবৈধ জলের ট্যাঙ্কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ বোর্ডের (বিডব্লিউএসএসবি) জলের হার কমানোর আবেদনে সাড়া দিয়ে, এবং ট্যাঙ্কার পরিষেবার জন্য ক্রমবর্ধমান চাহিদা এবং ক্রমবর্ধমান দামের আলোকে, ব্যাঙ্গালোর শহরের জেলা কালেক্টর, ২০০টি ব্যক্তিগতভাবে পরিচালিত ট্যাঙ্কারের জন্য চার মাস মেয়াদ নির্ধারণ করেছেন।
বর্তমানে, ২০০ টি ব্যক্তিগত ট্যাঙ্কার বেঙ্গালুরু শহরে জল পৌঁছে দেওয়ার জন্য চুক্তির ভিত্তিতে নিযুক্ত রয়েছে। বেঙ্গালুরু শহরের জেলা কালেক্টর কেএ দয়ানন্দ দ্বারা নির্ধারিত হারগুলি নিম্নরূপ বর্ণিত হয়েছে:
৫ কিমি ব্যাসার্ধের ট্যাঙ্কারের দাম:
৬ হাজার লিটারের জলের ট্যাঙ্কারের দাম ৬০০ টাকা৷
৮ হাজার লিটার জলের ট্যাঙ্কারের দাম ৭০০ টাকা৷
১২ হাজার লিটারের জলের ট্যাঙ্কারের দাম ১০০০ টাকা৷
৫ কিলোমিটারের বেশি কিন্তু 10 কিলোমিটারের মধ্যে:
৬ হাজার লিটার জলের ট্যাঙ্কারের দাম ৭৫০ টাকা।
৮ হাজার লিটার জলের ট্যাঙ্কারের দাম ৮৫০ টাকা।
১২ হাজার লিটার জলের ট্যাঙ্কারের দাম ১২০০ টাকা।
জিএসটি সহ এই দাম নির্ধারণ করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন