Gujarat: গুজরাটে সরকারি স্কুলে পড়ানো হবে গীতা! প্রস্তাব পাশ বিধানসভায়, সমর্থন আপ-কংগ্রেস বিধায়কেরও

People's Reporter: প্রস্তাব অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ধাপে ধাপে ভগবদ গীতার পাঠ দেওয়া হবে।
Gujarat: গুজরাটে সরকারি স্কুলে পড়ানো হবে গীতা! প্রস্তাব পাশ বিধানসভায়, সমর্থন আপ-কংগ্রেস বিধায়কেরও
ছবি - প্রতীকী
Published on

গুজরাটে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল পড়ুয়াদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে ভগবদ গীতা! সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়েছে সে রাজ্যের বিধানসভায়। বিজেপিকে সমর্থন করেছে আপ ও কংগ্রেস বিধায়কও।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য এক মঞ্চে এসেছে আপ ও কংগ্রেস। কিন্তু গুজরাটে সেই বিজেপিকেই সমর্থন করলো দুই বিরোধী দল। গুজরাট বিধানসভায় অধিবেশন চলাকালীন স্কুল পড়ুয়াদের পাঠ্যসূচিতে ভগবদ গীতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব পেশ করেন শিক্ষা প্রতিমন্ত্রী প্রফুল্ল পানশেরিয়া। বিজেপি বিধায়কদের পাশাপাশি তাঁর এই প্রস্তাবে সমর্থন জানান আপ ও কংগ্রেসের বিধায়করাও।

প্রস্তাব অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ধাপে ধাপে ভগবদ গীতার পাঠ দেওয়া হবে। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের গীতা পাঠ দেওয়া হবে কবিতার মাধ্যমে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের প্রথম ভাষার মধ্যে গীতার পাঠ দান করা হবে।

গুজরাট সরকারের যুক্তি, পড়ুয়াদের ভগবদ গীতার পাঠ দেওয়া হলে তাদের সাংস্কৃতিক বিকাশ ও মূল্যবোধ গড়ে উঠবে। যা ভবিষ্যতে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ মাসে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জিতু ভাগহানি বিধানসভায় জানিয়েছিলেন যে, পড়ুয়াদের গীতার পাঠ দেওয়া এবং গীতার সমস্ত শ্লোক বোঝানো উচিত। এতে শিক্ষার্থীদের বিকাশ ঘটবে।

উল্লেখ্য, গুজরাট সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে আপ বিধায়ক উমেশ মাখওয়ানা বলেন, এই প্রস্তাব যাতে দ্রুত বাস্তবায়িত হয় সেদিকে নজর দিতে হবে এবং স্কুলগুলিতে আরও বেশি করে সংস্কৃত শিক্ষক নিয়োগ করতে হবে। অন্যদিকে, কংগ্রেস বিধায়ক কিরিট প্যাটেল প্রথমে এই প্রস্তাবের বিরোধিতা করলেও পরে বিজেপি সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানান।

Gujarat: গুজরাটে সরকারি স্কুলে পড়ানো হবে গীতা! প্রস্তাব পাশ বিধানসভায়, সমর্থন আপ-কংগ্রেস বিধায়কেরও
Uttarakhand: মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা হলদওয়ানিতে, মৃত ৪, আহত ৩০০-র বেশি
Gujarat: গুজরাটে সরকারি স্কুলে পড়ানো হবে গীতা! প্রস্তাব পাশ বিধানসভায়, সমর্থন আপ-কংগ্রেস বিধায়কেরও
Bihar Floor Test: বিহারে আস্থা ভোটের আগে দলীয় ৭৮ বিধায়ককে অন্যত্র সরাচ্ছে বিজেপি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in