ভোপাল শহরে মারাত্মক চেহারা নিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কোভিডে মৃত্যুর সংখ্যা গায়েবেরও অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। এরই মাঝে ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের "নিখোঁজ" পোস্টার দেখা গেল বিজেপির সদর দপ্তরের দেওয়ালে। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ শাসক বিজেপি।
জানা গেছে, কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI) বিজেপির সদর দপ্তরে সাংসদের 'মিসিং' পোস্টার লাগিয়েছে। এর পাশাপাশি ভোপালের অন্যত্রও এই পোস্টার লাগানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই পোস্টার।
পোস্টারে প্রজ্ঞা ঠাকুরের ছবির ওপর বড় বড় ইংরেজি অক্ষরে "মিসিং" শব্দটি লেখা রয়েছে। এর পাশেই হিন্দিতে একটি ছড়া লেখা রয়েছে, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় - "করোনা মহামারীর কারণে ভোপালের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত/জনগণ যাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছিলেন তিনি নিজের খুশিতে মত্ত।" নিখোঁজ সাংসদের খোঁজ দিতে পারলেই উপযুক্ত পুরষ্কার দেওয়ার কথাও লেখা রয়েছে পোস্টারে।
দলীয় সাংসদকে নিয়ে পোস্টারের তীব্র নিন্দা করেছে বিজেপি। একে অমানবিক বলে উল্লেখ করেছে তারা। অপরদিকে রাজ্য কংগ্রেসের তরফ থেকে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করা হয়নি।
গত বছর মে মাসে করোনা মহামারী যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, তখনও এরকম প্রজ্ঞা ঠাকুরের "নিখোঁজ" পোস্টারে ছেয়ে গিয়েছিল গোটা ভোপাল। তখনও কংগ্রেসকে অমানবিক বলেছিল বিজেপি।
ভোপাল সহ সমগ্র মধ্যপ্রদেশে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে। কোভিডে মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ উঠেছে শিবরাজ সিং চৌহানের সরকারের বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন