বিহারে বিষমদে মৃত্যু চলছেই। গত ক’দিন ধরে বিহারের বিভিন্ন অঞ্চলে বিষ মদের কারণে ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার রাতে সমস্তিপুর জেলায় বিষ মদ পান করে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে সমস্তিপুর জেলার রুপাউলি পঞ্চায়েত এলাকার পাটোরি পুলিশ স্টেশন সংলগ্ন অঞ্চলে গতকাল বিষ মদের কারণে মৃত্যু হয় মোহন কুমার (২৭), সেনা জওয়ান বিনয় কুমার সিং (৫৪), বিএসএফ অফিসার শ্যাম নন্দন চৌধুরী (৫০) এবং বীরচাঁদ রাই (৩৫)-এর।
এছাড়াও বেগা রাই, অখিলেশ রাই, সুমন কুমার, দীপক কুমার, কুন্দন কুমার এবং আরও এক ব্যক্তি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে কয়েকজনের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে।
শুক্রবার রাতে বিষমদ পান করার পরেই এঁরা অসুস্থ হয়ে পড়েন। সকলেরই পেটে ব্যথা এবং বমি শুরু হয়ে যায়। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চার জনের মৃত্যু হয়। জানা গেছে, এঁরা সকলেই একই দোকান থেকে মদ কিনেছিলেন।
সমস্তিপুর সদরের ডিএসপি ওম প্রকাশ অরুণ জানিয়েছেন, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ময়নাতদন্তকারী চিকিৎসক ডাঃ নগেন্দ্রনাথ মালিক জানিয়েছেন মৃত মোহন এবং বিনয়ের শরীরে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে।
সমস্তিপুর ছাড়াও গোপালগঞ্জ এবং বেতিয়াতে বিষ মদের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ এবং ১৫। প্রায় ২৫ জনের বেশি মানুষ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন ব্লে জানা গেছে।
রাজ্যে গত তিন দিনে বিষ মদ কান্ডে বেশ কয়েকজনের মৃত্যুর পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গতকাল এক ট্যুইট বার্তায় আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন – গত ৩ দিনে বিষ মদে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী প্রশাসন, মাফিয়া, চোর পুলিশের বিরুদ্ধে তদন্তের বদলে যারা বিষমদ পান করেছেন তাঁদের সমালোচনা করছেন। প্রসঙ্গত, বিষমদ কান্ডে মৃত্যুর পর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সাংবাদিকদের জানান, খারাপ জিনিস খেলে আপনাকে চলে যেতেই হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন