Bihar: নালন্দায় প্রাপ্য মজুরি চেয়ে জুটলো মালিকের মার, ঘটনাস্থলেই মৃত্যু দিনমজুরের

জেলার চন্ডী পুলিশ থানা অঞ্চলের যোগিয়া গ্রামে সোমবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মৃতের নাম উপেন্দ্র রবিদাস। তিনি তাঁর দৈনিক কাজের মজুরি হিসেবে মালিকের কাছে ১০ কেজি খাদ্যশস্য চেয়েছিলেন।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীঅঙ্কন - তৌসিফ হক
Published on

বিহারের নালন্দা জেলায় প্রাপ্য মজুরি চেয়ে মালিকের হাতে মার খেয়ে মৃত্যু হল এক দিনমজুরের। জেলার চন্ডী পুলিশ থানা অঞ্চলের যোগিয়া গ্রামে সোমবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মৃতের নাম উপেন্দ্র রবিদাস। তিনি তাঁর দৈনিক কাজের মজুরি হিসেবে মালিকের কাছে ১০ কেজি খাদ্যশস্য চেয়েছিলেন।

চন্ডী পুলিশ থানার এক পদস্থ কর্তা জানিয়েছেন, যোগিয়া গ্রামে জনৈক দীনেশ মাহাতোর জমিতে গত ১৫ দিন ধরে দিনমজুর হিসেবে কাজ করছিলো উপেন্দ্র। মৃতের স্ত্রীর অভিযোগ, বীজ রোয়ার কাজের জন্য মালিকের ১০ কেজি খাদ্যশস্য দেবার কথা ছিলো। যখন উপেন্দ্র মালিকের কাছে তাঁর প্রাপ্য ১০ কেজি খাদ্যশস্য দাবি করে তখনই দীনেশ এবং তার সঙ্গে থাকা লোকজন উপেন্দ্রকে নৃশংসভাবে লোহার রড, লাঠি দিয়ে মারতে শুরু করে। ঘটনাস্থলেই উপেন্দ্রর মৃত্যু হয়।

পুলিশ আরও জানিয়েছে, দীনেশ মাহাতোর বাড়ির কিছু দূরে এক চটের বস্তার মধ্যে উপেন্দ্রর মৃতদেহ দেখতে পাওয়া যায়। এরপরেই মৃতের স্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in