প্রাক্তন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী, বর্তমান ক্রিকেট খেলোয়াড় রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, অভিনেতা আমীর খান সহ একাধিক খেলোয়াড় এবং অভিনেতার বিরুদ্ধে বিহারের মুজফফরপুরে দায়ের করা হল জনস্বার্থ মামলা। এক সমাজকর্মী তাঁদের বিরুদ্ধে জুয়ায় উৎসাহদানের অভিযোগ করে এই মামলা দায়ের করেছেন।
সমাজকর্মী তামান্না হাশমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর কাছে দাখিল করা পিটিশনে দাবি করেছেন, এইসব খেলোয়াড় এবং অভিনেতারা দেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে খেলা করছেন এবং আইপিএল-এর সময় তাদের বিভিন্ন অনলাইন গেমসের মাধ্যমে জুয়াখেলায় উৎসাহ দিচ্ছেন।
তিনি জানিয়েছেন, এইসব অভিনেতা ও খেলোয়াড়রা দেশের যুবকদের বিপথে চালিত করছেন এবং তাদের জুয়ার সঙ্গে যুক্ত করতে বাধ্য করছেন। এঁরা দেশের যুবকদের বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কারের লোভ দেখাচ্ছেন এবং যার ফলে দেশের যুবকরা জুয়ায় আসক্ত হয়ে পড়ছে।
হাশমি আরও বলেন, ক্রিকেট এবং ফিল্মি জগতের ব্যক্তিত্বরা বিভিন্ন গেম শো-র হয়ে বিজ্ঞাপন করছেন এবং সাধারণ মানুষকে আইপিএল-এর জন্য টিম তৈরি করতে বলছেন। তাদের কেউ কেউ হয়তো পুরস্কারও পাচ্ছেন কিন্তু একইসঙ্গে তাঁরা জুয়াতেও আসক্ত হয়ে পড়ছেন।
আগামী ২২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। অতীতেও তামান্না হাশমি দেশের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বর বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করেছেন।
(Except for the headline, this story has not been edited by People's Reporter and is translated and published from a syndicated feed.)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন