Bihar: ২০২৫ সালে নেতৃত্ব দেবেন তেজস্বী যাদব, ঘোষণা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের

নালন্দায় এক ডেন্টাল কলেজের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে নীতিশ বলেন, 'আমরা অনেক কিছু করছি। ভবিষ্যতে যদি কিছু করার বাকি থাকে, তাহলে তেজস্বী কাজ চালিয়ে যাবেন এবং তিনি সব করবেন।
নালন্দায় ডেন্টাল কলেজের উদ্বোধনে নীতিশ কুমার ও তেজস্বী যাদব
নালন্দায় ডেন্টাল কলেজের উদ্বোধনে নীতিশ কুমার ও তেজস্বী যাদবছবি নীতিশ কুমারের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

২০২৫ সালের বিহার নির্বাচনে ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দেবেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)। সোমবার, এক অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)।

নালন্দায় এক ডেন্টাল কলেজের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে নীতিশ বলেন, 'আমরা অনেক কিছু করছি। ভবিষ্যতে যদি কিছু করার বাকি থাকে, তাহলে তেজস্বী কাজ চালিয়ে যাবেন এবং তিনি সব করবেন। যারা আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, তাঁদের কথায় সমস্যা তৈরি করার চেষ্টা করবেন না। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে। কোনও বিবাদে যাওয়া উচিত নয়।'

অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি আরও বলেন, 'তেজস্বী এখানে আছে। তাঁকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার পক্ষে যা সম্ভব তা করেছি। আমি তাঁকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা সবাই সবকিছু দেখতে এবং বুঝতে পারেন। আমাদের সব অফিসার ভালভাবে কাজ করছেন। আমরা যখনই কিছু করেছি, তা গান্ধীজির পথ অনুসরণ করে করছি।'

এর আগে বিহারের শাসক জোটের বিধায়কদের একটি সভায় নীতিশ বলেন, 'আমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদের প্রার্থী নই। আমার লক্ষ্য হল বিজেপিকে পরাজিত করা।' একইসঙ্গে তিনি জানান, 'তেজস্বীকে উৎসাহিত করতে হবে।'

নীতিশের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তেজস্বী যাদব জানিয়েছেন, 'আপাতত তাঁর লক্ষ্য ২০২৪ (জাতীয় নির্বাচন)। এর পরে বাকি সবকিছু আসবে।'

জানা যাচ্ছে, বর্তমানে নীতিশ কুমারের সঙ্গে তেজস্বী যাদবের সম্পর্ক অনেকটাই সাবলীল। গত মাসেই নিজেকে 'সৌভাগ্যবান ব্যক্তি' বলে অভিহিত করে নীতিশের প্রশংসা করেন তেজস্বী।

উপমুখ্যমন্ত্রী তেজস্বী বলেন, 'আমার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কে আছে? আমার মা ও বাবা মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতা হয়েছেন। আমি দুইবার উপমুখ্যমন্ত্রী, একবার বিরোধী দলের নেতা, এবং সবচেয়ে অভিজ্ঞ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়েছি।'

প্রসঙ্গত, সম্প্রতি বিহার উপনির্বাচনে (কুরহানি আসনে) বিজেপির (BJP) কাছে জেডি(ইউ) প্রার্থীর পরাজয়ের পর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগের দাবী তোলেন প্রাক্তন RJD বিধায়ক অনিল কুমার সহানী। তিনি বলেন,'উপনির্বাচনে হারের দায় নিয়ে অবিলম্বে নীতিশের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়া উচিত। বিজেপিকে হারানোর জন্য তেজস্বী যাদব (RJD নেতা) উপযুক্ত নেতা।'

জোটের অন্দরে নীতিশ কুমারের পদত্যাগের দাবি ওঠায়, অস্বস্তিতে পড়েন বিহারের মুখ্যমন্ত্রী। সেই অস্বস্তি কাটিয়ে ওঠার জন্যই কি তেজস্বীকে ২০২৫ সালের নেতা বানানোর ঘোষণা করলেন নীতিশ? সেই জল্পনা ঘুরপাক খাচ্ছে বিহারের রাজনীতিতে।

আরও পড়ুন

নালন্দায় ডেন্টাল কলেজের উদ্বোধনে নীতিশ কুমার ও তেজস্বী যাদব
Bihar: মুসলমানরা তো লক্ষ্মী পূজা করে না, তারা কি ধনী নয়? - BJP বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক
নালন্দায় ডেন্টাল কলেজের উদ্বোধনে নীতিশ কুমার ও তেজস্বী যাদব
Bihar: তাড়ির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সরব চিরাগ পাসওয়ান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in