কেজরিওয়ালের ‘রাজমহল’-এর মতো বাড়ি নির্মাণে ‘অনিয়ম’! শুরু CBI তদন্ত - আপের পাশে দাঁড়ালো না কংগ্রেস

People's Reporter: বিজেপির অভিযোগ, "কেজরিওয়ালের ওই রাজমহলের মতো বাংলোতে টয়লেট সিট থেকে শুরু করে পর্দা, সবেরই মূল্য লক্ষ টাকার উপরে। কীভাবে কেজরিওয়াল টাইপ-৭ এর থেকেও বড় বাংলো তৈরি করলেন?"
কেজরিওয়ালের ‘রাজমহল’-এর মতো বাড়ি নির্মাণে ‘অনিয়ম’! শুরু CBI তদন্ত - আপের পাশে দাঁড়ালো না কংগ্রেস
গ্রাফিক্স - আকাশ
Published on

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের নয়া অফিসিয়াল বাসভবনের নির্মাণে ‘অনিয়ম’-এর অভিযোগ নিয়ে এবার তদন্ত শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তাই নিয়ে নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজধানীর রাজনৈতিক মহল। দলীয় প্রধানের বাসভবন নিয়ে সিবিআই তদন্তের ঘটনায় বিজেপির সঙ্গে বাদানুবাদে জড়িয়েছে আপ নেতৃত্ব।

অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের নির্মাণে ‘অনিয়ম’-এর অভিযোগে মামলা দায়ের করেছে সিবিআই। মঙ্গলবার দিল্লি প্রশাসনের পিডব্লিউডি বিভাগকে মুখ্যমন্ত্রীর বাসভবন সম্পর্কিত সমস্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এই বিলাসবহুল বাসভবনের নির্মাণ নিয়ে অনেক আগে থেকেই ‘অনিয়ম’-এর অভিযোগ তুলে আসছে বিজেপি। কীভাবে নিয়মের বাইরে গিয়ে মুখ্যমন্ত্রীর ‘রাজমহল’-এর মতো বাংলো বানানো হয়েছে, তা জানতে চেয়ে দীর্ঘদিন ধরেই আপকে আক্রমণ করেছে বিজেপির দিল্লি নেতৃত্ব। অবশেষে কয়েকজন সরকারি আধিকারিকের লিখিত অভিযোগের পরেই এই বিষয়ে তদন্ত শুরু করল সিবিআই।

এই নিয়ে আপের তরফে জানানো হয়েছে, “কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে ক্রমাগত বিজেপি কেজরিওয়ালকে আক্রমণ করেছে। কেজরিওয়ালের বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা দায়ের হয়েছে ও তদন্তও করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনও তদন্তেই কেজরিওয়ালের বিরুদ্ধে কিছু প্রমাণিত হয়নি। তাঁর বাসভবন নিয়ে সিবিআই তদন্তেও কিছু বের হবে না।” আপ নেতৃত্ব আরও জানিয়েছে, “স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে ভালো কাজের পরিপ্রেক্ষিতে ভোট চায় আপ। কিন্তু গরীব মানুষরা ভালো শিক্ষা ও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাক, এটা বিজেপি চায় না।”

দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা পাল্টা জানান, “দিল্লিবাসী জানতে চায়, কীভাবে কেজরিওয়াল টাইপ-৭ এর থেকেও বড় বাংলো তৈরি করলেন? কেজরিওয়ালের ওই রাজমহলের মতো বাংলোতে ব্যবহৃত টয়লেট সিট থেকে শুরু করে পর্দা, সবেরই মূল্য লক্ষ টাকার উপরে। সিবিআই তদন্তে এটা পরিস্কার হয়ে যাবে যে মুখ্যমন্ত্রীর থাকার জন্য কীভাবে নিয়ম বহির্ভূতভাবে ওই বাংলো তৈরি হয়েছে।”

তবে বিজেপি বিরোধী ইন্ডিয়া মঞ্চে আপের শরীক কংগ্রেস কিন্তু এই নিয়ে আপের পাশে দাঁড়ায়নি। দিল্লির কং সভাপতি অরবিন্দ সিং লাভলি এ প্রসঙ্গে জানিয়েছেন, “আমরা সবসময় অনিয়মের বিরুদ্ধে। এক্ষেত্রে অতীতে আমরা নিজেদের মন্ত্রীদের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছি। তাই এই বিষয়ে আমাদের কিছু বলার নেই।”

কেজরিওয়ালের ‘রাজমহল’-এর মতো বাড়ি নির্মাণে ‘অনিয়ম’! শুরু CBI তদন্ত - আপের পাশে দাঁড়ালো না কংগ্রেস
MS Swaminathan: ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন প্রয়াত
কেজরিওয়ালের ‘রাজমহল’-এর মতো বাড়ি নির্মাণে ‘অনিয়ম’! শুরু CBI তদন্ত - আপের পাশে দাঁড়ালো না কংগ্রেস
Lay Off: প্রায় ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল এডটেক জায়ান্ট Byju’s

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in