Haryana: নির্বাচনী প্রচারে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী!

People's Reporter: কৃষকদের আন্দোলনে হরিয়ানা সরকার যে বাধা দিয়েছিল তা ভুল ছিল বলে দাবি করেন কৃষকরা। কৃষকদের বক্তব্যকে একপ্রকার বাধ্য হয়েই সমর্থন করেন ওই বিজেপি প্রার্থী।
সুনীতা দুগ্গল
সুনীতা দুগ্গলছবি - সুনীতা দুগ্গলের ফেসবুক পেজ
Published on

ভোট প্রচারে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়লেন হরিয়ানার রতিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি সাংসদ সুনীতা দুগ্গল। যা বিধানসভা নির্বাচনের আগে কার্যত অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার লাম্বা গ্রামে। মঙ্গলবার ওই গ্রামে নির্বাচনী প্রচারে যান বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী সুনীতা দুগ্গল। তাঁকে ঘিরে ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতৃত্বে বিক্ষোভ দেখায় কৃষকদের একাংশ। কৃষকদের আন্দোলন নিয়ে বিজেপি প্রার্থীর অবস্থান জানতে চেয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

সাতনাম লাম্বার নেতৃত্বে কৃষকরা গ্রামে ঢোকার মুখে জড়ো হন বিক্ষোভ দেখানোর জন্য। ২-৩ ঘন্টা অপেক্ষা করার পর তাঁরা জানতে পারেন বিজেপি প্রার্থীর গাড়ি অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়া মাত্রই সকল কৃষক বিজেপি প্রার্থীকে ধাওয়া করে তাঁর যাত্রাপথ অবরুদ্ধ করেন। সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকরা।

কৃষকদের আন্দোলনে হরিয়ানা সরকার যে বাধা দিয়েছিল তা ভুল ছিল বলে দাবি করেন কৃষকরা। কৃষকদের বক্তব্যকে একপ্রকার বাধ্য হয়েই সমর্থন করেন ওই বিজেপি প্রার্থী। সুনীতা দুগ্গল বলেন, আন্দোলনকারী কৃষকদের বাধা দেওয়া ভুল হয়েছিল। এমনকি খানৌরি ও শম্ভু সীমান্তে আসল কৃষকরাই আন্দোলন করেছিলেন বলেও স্বীকার করেন ওই বিজেপি প্রার্থী।

উল্লেখ্য, হরিয়ানা বিধানসভার ৯০ আসনেই আগামী ১ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু জনস্বার্থে সেই তারিখ পিছিয়ে ৫ অক্টোবর করা হয়েছে। ফলপ্রকাশ হবে ৮ অক্টোবর। বর্তমানে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে এনডিএ জোট। গত নির্বাচনে বিজেপি জিতেছিল ৪০টি আসনে এবং কংগ্রেস জিতেছিল ৩১টি আসনে। তবে ২০২৪ লোকসভা নির্বাচিনে রাজ্যের ১০টি আসনের মধ্যে ৫টি আসনে জয়লাভ করে কংগ্রেস এবং বাকি ৫টিতে জেতে বিজেপি। ফলে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিধানসভা নির্বাচনে।

সুনীতা দুগ্গল
Haryana: হরিয়ানায় কংগ্রেসের প্রচারে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ
সুনীতা দুগ্গল
Haryana: ঘন্টাখানেকেই দলবদল! বিজেপির হয়ে প্রচার করেই রাহুল গান্ধীর 'হাত' ধরলেন প্রাক্তন সাংসদ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in