'এবার তো একটু মুদ্রাস্ফীতি বৃদ্ধি, বেকারত্ব নিয়েও কথা বলুন', শাহকে নিশানা ওয়াইসির

রবিবার এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ‘তেলঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে, সরকারী চাকরি, শিক্ষা থেকে মুসলিমদের জন্য বরাদ্দ চার শতাংশ সংরক্ষণ তুলে দেওয়া হবে।’
'এবার তো একটু মুদ্রাস্ফীতি বৃদ্ধি, বেকারত্ব নিয়েও কথা বলুন', শাহকে নিশানা ওয়াইসির
Published on

‘মুসলিম বিদ্বেষী বক্তৃতা দেওয়া, জাত-পাতের রাজনীতি করা ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই।’ তেলেঙ্গানায় ‘মুসলিম সংরক্ষণ’ বাতিল প্রসঙ্গে অমিত শাহের বক্তব্যকে একহাত নিয়ে এই মন্তব্য করেছেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে নিশানা করে সোমবার, টুইটারে ওয়াইসি বলেন, ‘অমিত শাহ জি, আর কতদিন ‘ওয়াইসি ওয়াইসি’ বলে কাঁদবেন? অনুগ্রহ করে এবার তো একটু মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে কথা বলুন। মনে রাখবেন, দেশের মধ্যে তেলেঙ্গানার মাথাপিছু আয় সবচেয়ে বেশি।’

এখানেই থেমে না থেকে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) প্রধান লিখেছেন, ‘মুসলিম বিদ্বেষী বক্তব্য ছাড়া তেলেঙ্গানার প্রতি বিজেপির কোনো দৃষ্টিভঙ্গি নেই। তারা যা দিতে পারে তা হল ভুয়ো এনকাউন্টার, হায়দ্রাবাদে সার্জিক্যাল স্ট্রাইক, কারফিউ, জেল থেকে অপরাধীদের মুক্তি এবং বুলডোজার রাজ। (অমিত শাহ জি) তেলেঙ্গানার মানুষকে আপনি এত ঘৃণা করেন কেন?’

চলতি বছরের শেষের দিকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে তেলেঙ্গানা জুড়ে রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলেছে। লাগাতার সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

গতকাল, ২৩ এপ্রিল, হায়দ্রাবাদের কাছে চেভেল্লায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ‘তেলঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে, সরকারী চাকরি, শিক্ষা থেকে মুসলিমদের জন্য বরাদ্দ চার শতাংশ সংরক্ষণ তুলে দেওয়া হবে।’

পাশাপাশি, ওয়াইসির দল AIMIM এবং রাজ্যে ক্ষমতাসীন কেসিআর-এর দল ভারত রাষ্ট্র সমিতি (BRS)-কে একযোগে নিশানা করে অমিত শাহ বলেন, 'আমরা মজলিসবাদীদের ভয় পাই না। তেলেঙ্গানায় এমন কোনও সরকার আমরা তৈরি হতে দেব না, যার স্টিয়ারিং ওয়েইসির হাতে থাকবে।’

শাহের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ওয়াইসি। টুইটারে তিনি বলেন, ‘শাহ যদি এসসি (SC), এসটি (ST) এবং ওবিসি (OBC)-দের ন্যায়বিচারের ব্যাপারে খুবই সিরিয়াস হন, তাহলে ৫০% সংরক্ষণ সীমা তুলে দেওয়ার জন্য তাঁকে সাংবিধান সংশোধনী আনতে হবে।’

একইসঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীকে সুধীর কমিশনের রিপোর্ট পড়ারও আহ্বান জানান তিনি। ওয়াইসি লেখেন, ‘এম্প্যারিক্যাল ডেটার উপর ভিত্তি করেই অনগ্রসর মুসলিম গোষ্ঠীগুলির জন্য সংরক্ষণগুলি দেওয়া হয়েছে। আপনি সুধীর কমিশনের রিপোর্টটি পড়ুন। যদি না পারেন, তাহলে দয়া করে এমন কাউকে জিজ্ঞাসা করুন, যিনি এটি পড়তে পারেন।‘

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in