শিখ সম্প্রদায়ের উদ্দেশ্যে করা মন্তব্য নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। বিজেপি মিথ্যা প্রচার করছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা।
এক্স মাধ্যমে রাহুল গান্ধী লেখেন, "আমেরিকায় করা আমার মন্তব্য নিয়ে মিথ্যা প্রচার করছে বিজেপি। আমি ভারতে এবং বিদেশে থাকা প্রতিটি শিখ ভাই ও বোনকে জিজ্ঞাসা করতে চাই - আমি যা বলেছি তাতে কি কিছু ভুল আছে? ভারতের কি এমন একটি দেশ হওয়া উচিত নয় যেখানে প্রতিটি শিখ এবং প্রতিটি ভারতীয় নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারেন?"
তিনি আরও বলেন, "বরাবরের মতো মিথ্যার আশ্রয় নিচ্ছে বিজেপি। তারা আমার মুখ বন্ধ করতে মরিয়া হয়ে উঠেছে। কারণ তারা সত্যের সামনে দাঁড়াতে পারে না। কিন্তু আমি সবসময় সেই মূল্যবোধের পক্ষে কথা বলব যা আসল ভারতকে বোঝায়। অর্থাৎ - বৈচিত্র্য, সমতা এবং ভালোবাসাই আমাদের ঐক্য"।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর আমেরিকার হার্নডনে ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, "একজন শিখকে ভারতে পাগড়ি পরার অনুমতি দিতে বা একজন শিখকে হাতে কাড়া পরার অনুমতি দিতে, বা তিনি যাতে নিশ্চিন্তে গুরুদ্বার যেতে পারেন, তা নিয়ে আমাদের লড়াই। আর এই লড়াই সকল ধর্মের জন্য আমরা লড়ছি"। নরেন্দ্র মোদীর সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বাধীন ভাবে ধর্মাচরণের অধিকারে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন তিনি।
রাহুল গান্ধীর এই বক্তব্যের তীব্র সমালোচনায় সরব হয় বিজেপি। যা নিয়ে বিজেপি ও শিরোমণি আকালি দল ঘনিষ্ঠ কয়েকটি শিখ সংগঠনের পক্ষ থেকে কংগ্রেস সাংসদের বাংলোর বাইরে বিক্ষোভ দেখানো হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন