দিল্লি বিজেপির এক নেতার বিরুদ্ধে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের একটি "ডক্টরড ভিডিও ক্লিপ" তার টুইটার হ্যান্ডেলে শেয়ার করার অভিযোগে পাঞ্জাব পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে। গত ১৬ মার্চ পাঞ্জাবে আপ সরকার গঠনের পর থেকে এটি কোনও বিজেপি নেতার বিরুদ্ধে তৃতীয় এফআইআর।
জানা গেছে দিল্লি বিজেপির মিডিয়া সেলের প্রধান নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে এই এফআইআর নথিভুক্ত করা হয় মোহালিতে। আইনজীবী গুরভেজ সিং-এর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী অভিযোগ করেছেন বিজেপি নেতা জিন্দাল এক টিভি চ্যানেলে কেজরিওয়ালের দেওয়া একটি সাক্ষাত্কারের মূল ফুটেজ থেকে একটি ক্রপ করা ভিডিও শেয়ার করেছেন এবং মূল বিষয়বস্তুকে ডক্টর করেছেন।
অভিযোগকারী জানিয়েছেন, মূল সাক্ষাৎকার থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর বলা কিছু শব্দ বাদ দেওয়া হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।
ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে এই বিষয়ে এফআইআর নথিভুক্ত করা হয়।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন