Kerala: প্রতিশ্রুতি দিয়েও কাজ হয়নি, ক্ষোভ উগরে গেরুয়া শিবির ছেড়ে CPIM-এ যোগ বিজেপি নেতার

People's Reporter: বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলত্যাগ করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় মুখ এ কে নাশির। তিনি বলেন, বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কোনো কাজই করেনি।
এ কে নাশিরকে স্বাগত জানালেন সিপিআইএম নেতৃত্ব
এ কে নাশিরকে স্বাগত জানালেন সিপিআইএম নেতৃত্বছবি - সংগৃহীত
Published on

লোকসভা নির্বাচনের আগে কেরালা বিজেপিতে ভাঙন। গেরুয়া শিবির ছেড়ে সিপিআইএম-এ যোগ দিলেন কেরালা বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক এ কে নাসির। ৩০ বছর ধরে বিজেপির হয়ে লড়াইয়ের পর শিবির বদল করলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ এ কে নাসির।

দলত্যাগী এই নেতা ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় মুখ। তিনি বলেন, বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কোনো কাজই করছে না। একাধিক প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি। বিগত ৩ বছর ধরে নিজের দলবদল নিয়ে বহু চিন্তার পর সিপিআইএমকে বেছে নিয়েছি।

কেরালার তিরুবনন্তপুরমের একেজি ভবনে নাসির সিপিআইএম কেরালার রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দনের উপস্থিতিতে সিপিআইএম-এ যোগদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম নেতা এম স্বরাজও।

উল্লেখ্য, কেরালাতে বিজেপির প্রভাব কার্যত নেই বললেই চলে। তার মধ্যে সংখ্যালঘু এক নেতার সিপিআইএম-এ যোগদান কিছুটা হলেও বিজেপির কাছে ধাক্কা। যদিও বিজেপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

এ কে নাশিরকে স্বাগত জানালেন সিপিআইএম নেতৃত্ব
Haryana: সাধারণ কর্মী থেকে হরিয়ানার মুখ্যমন্ত্রী! কেমন ছিল এই BJP নেতার রাজনৈতিক যাত্রাপথ?
এ কে নাশিরকে স্বাগত জানালেন সিপিআইএম নেতৃত্ব
মিডিয়া প্রাইমটাইমে ইলেক্টোরাল বন্ডের আলোচনা যাতে না আসে, তাই তড়িঘড়ি CAA লাগু - কটাক্ষ ইয়েচুরির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in