জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করলেন মহারাষ্ট্রের এক বিজেপি নেতা। অভিযোগ, মুম্বাই সফরে বিশিষ্টজনদের সাথে বৈঠকে আচমকা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে তা শেষ না করেই 'জয় মহারাষ্ট্র' বলে বসে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে জাতির সঙ্গীতের অবমাননা করা হয়েছে।
মঙ্গলবার দু-দিনের মুম্বাই সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজনৈতিক নেতৃত্ব, বিশিষ্ট জন, বলিউডের কলাকুশলী, শিল্পপতিদের সাথে পৃথক পৃথক বৈঠক করেন। বিতর্কের সূত্রপাত বিশিষ্টজনদের বৈঠকে গাওয়া জাতীয় সঙ্গীতকে ঘিরে।
বিজেপি নেতা প্রতীক কাপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় সঙ্গীত গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে দেখা যায় জাতীয় সঙ্গীতের দু-লাইন গেয়েই 'জয় মহারাষ্ট্র, জয় ভারত' বলে বসে পড়েন তিনি। প্রতীক কাপরে ট্যুইটারে লেখেন, "এটা কি জাতীয় সঙ্গীতের অবমাননা নয়? উপস্থিত তথাকথিত বুদ্ধিজীবীরা কী করছেন? যখন মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকা অবস্থায় জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন। শুধু তাই নয় শুরু করার কিছুক্ষণ পরে হঠাৎ তা থামিয়ে বসে যান তিনি।"
প্রতীক কাপরের এই ভিডিওর ভিত্তিতে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিজেপি মুম্বাইয়ের সেক্রেটারি বিবেকানন্দ গুপ্তা। জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১-এর ৩ নম্বর ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়েরের অনুরোধ জানিয়েছেন তিনি। নিজের ট্যুইটারে এই অভিযোগের একটি কপিও পোস্ট করেছেন তিনি।
বঙ্গ বিজেপিও এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে। রাজ্য বিজেপির তরফ থেকে ট্যুইটারে লেখা হয়, বাংলার সংস্কৃতি, জাতীয় সঙ্গীত, দেশ এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন