উত্তরপ্রদেশে আততায়ীদের গুলিতে নিহত হলেন বিজেপি নেতা অনুজ চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যের সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটানটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। সিসিটিভিতে এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে। যাতে দেখা যাচ্ছে নিজের বাসভবনের বাইরে হাঁটতে বেরিয়েছিলেন ওই বিজেপি নেতা ও তাঁর ভাই। আচমকাই একটি বাইকে করে ৩ জন যুবক পেছন থেকে অনুজ চৌধুরিকে লক্ষ্য করে গুলি চালায়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন বিজেপি নেতা। মৃত্যু নিশ্চিত করতে আরও কয়েক রাউন্ড গুলি চালায় ওই ৩ জন। এখনও ওই ৩ জনের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে খবর, মোরাদাবাদের ব্রাইটস্টার হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় বিজেপি নেতার। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। চারজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। পাঁচ সদস্যের একটি দলও গঠন করেছে পুলিশ।
দোষীদের খুব শীঘ্রই ধরার আশ্বাস দিয়েছে পুলিশ। কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে।
নিহত বিজেপি নেতার পরিবার সূত্রে খবর, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন হতে হয়েছে অনুজ চৌধুরীকে। অমিত চৌধুরী ও অনিকেত বলে স্থানীয় দুজন রাজনৈতিক নেতাকে এই ঘটনার জন্য দায়ী করেছে পরিবার। তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছে তাঁরা।
উল্লেখ্য, বিজেপি নেতা অনুজ চৌধুরী সম্বলের আসমলি ব্লক থেকে ব্লক প্রধানের পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু নির্বাচনে পরাজিত হন। তারপর থেকেই স্থানীয় কিছু নেতার সাথে বিবাদ চলছিল তাঁর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন