‘ভারতের ইতিহাস বদল হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ইতিহাসে নতুন পাতা যুক্ত হবে।’ বলে দাবি করেছেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ।
উত্তরপ্রদেশে উত্তেজনার মাঝে গতকালই সাক্ষী মহারাজ বলেছিলেন, ‘কানপুর এবং অন্যান্য জেলায় পাথর নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। উত্তরপ্রদেশে শুক্রবার যদি পাথর ছোড়া হয়, তবে শনিবার অবশ্যই বুলডোজার চালানো হবে।’
বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই সংবাদ শিরোনামে এসেছেন সাক্ষী মহারাজ। গত এপ্রিল মাসে তিনি বলেছিলেন, ‘যখন লোকজন হামলা করতে ছুটে আসবে, পুলিশ বাঁচাতে আসবে না। তাই বাড়িতে কোল্ড ড্রিঙ্কের বোতলের সঙ্গে তীর রাখুন।’
এবার তিনিই জানান, ‘এই প্রথমবার মনে হচ্ছে, ভারত নিজের পথে এগোচ্ছে। নতুন করে ইতিহাস লেখা হচ্ছে। যদি এমন কিছু আমরা সংশোধন করি যা সঠিক ছিল না, তবে সেটা কি ভুল হবে?’
একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘ভারতের ইতিহাসে বামেরা প্রভাব ফেলেছে। সত্য থেকে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। গত ৭৫ বছর যারা সরকারে ছিল, তারা ইতিহাসের সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা করেছে। এখন ৫০০ বছরের রেকর্ড ভাঙা হচ্ছে। কোথাও ৭৫ বছরের রেকর্ড ভাঙা হচ্ছে। যোগীর নেতৃত্বে উত্তরপ্রদেশে এবং দেশে মোদীর নেতৃত্বে ইতিহাসে একটি নতুন পৃষ্ঠা যুক্ত হয়েছে। এই প্রথমবার হচ্ছে, এটাই আসল ভারত।’
গত শনিবার 'ভারতের ইতিহাস বদালানোর' ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে তিনি বলেছিলেন, ‘দেশের ইতিহাস বদল করতে গেলে আমাদের কে রুখবে?' সেই বিতর্কেই এবার ঘি ঢাললেন সাক্ষী মহারাজ।
- with IANS inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন