মালদা, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি! বিজেপি সাংসদের দাবিকে সমর্থন রাজ্যের বিধায়কের

People's Reporter: মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের আরারিয়া, কিষাণগঞ্জ, কাটিহার জেলাগুলিকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণার দাবি নিশিকান্ত দুবের। একই দাবি মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের।
নিশিকান্ত দুবে
নিশিকান্ত দুবেফাইল ছবি
Published on

সুকান্ত মজুমদারের তোলা দাবি নিয়ে বিতর্কের মাঝেই বাংলা এবং বিহারের কিছু এলাকাকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, এই সমস্ত অঞ্চলগুলিতে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের সংখ্যা বাড়ছে। নিশিকান্ত দুবের এই দাবিকে সমর্থন জানিয়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ।

বৃহস্পতিবার লোকসভায় জিরো আওয়ারের সময় বক্তৃতা দিতে গিয়ে ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে বলেন, “আমি দাবি করছি বাংলার মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের আরারিয়া, কিষাণগঞ্জ, কাটিহার জেলাগুলিকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হোক। অন্যথায় হিন্দুরা গায়েব হয়ে যাবে। এরপর এখানে এনআরসি করা হোক।“

দুবের দাবি, এই অঞ্চলগুলিতে ব্যাপকহারে বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশ করছেন এবং উপজাতীয় মহিলাদের বিয়ে করছেন। তারপর মহিলা সংরক্ষিত কেন্দ্রগুলিতে এই মহিলারা প্রার্থী হচ্ছেন। তিনি  বলেন, “রাজ্যে অন্তত ১০০ জন মহিলা গ্রাম পঞ্চায়েত আছেন, যাঁদের স্বামী মুসলিম।“

সাঁওতাল পরগনা এলাকাতেও মুসলিম বাড়ছে বলে দাবি করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “২০০০ সালে সাঁওতাল পরগনা যখন বিহার থেকে বিচ্ছিন্ন হয়ে ঝাড়খণ্ডের অংশ হয়ে যায়, তখন এখানে উপজাতি জনসংখ্যা ছিল ৩৬ শতাংশ। আজ তাদের জনসংখ্যা ২৬ শতাংশ। ১০ শতাংশ কোথায় গেল? এই হাউস কখনোই তাদের নিয়ে চিন্তা করে না। আমাদের রাজ্য সরকার - জেএমএম এবং কংগ্রেস জোট সরকার - এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। আমাদের রাজ্যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে।“

তাঁর অভিযোগ, মালদা এবং মুর্শিদাবাদ থেকে হিন্দুদের উচ্ছেদ করা হচ্ছে। হিন্দু গ্রামগুলি খালি হয়ে যাচ্ছে। বেশিরভাগ বাংলাদেশের মুসলমানরা দখল করে নিয়েছে।

তিনি বলেন, “আমি অন রেকর্ড এই দাবি করছি। যদি কেউ আমার দাবি ভুল প্রমাণিত করেন, তাহলে আমি পদত্যাগ করতে প্রস্তুত।

নিশিকান্তের এই দাবিকে সমর্থন করেছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। তাঁর দাবি, তিনি ২০২২ সালে এই দাবি করেছিলেন। এমনকি এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন। তিনি বলেন, “মালদা, মুর্শিদাবাদ বাংলাদেশ সংলগ্ন এলাকা। এই এলাকাতে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বাড়ছে। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। তাই এগুলিকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হোক। আইন শৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দেওয়া হোক।“

উল্লেখ্য, গত বুধবার কেন্দ্রীয় উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব কাউন্সিলের সাথে যোগ করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে। সেই নিয়ে রাজ্যজুড়ে চলা বিতর্কের মাঝেই এমন দাবি করলেন নিশিকান্ত দুবে।

নিশিকান্ত দুবে
WB: 'মিথ্যার রাজনীতি করছেন' - উত্তরবঙ্গ ইস্যুতে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়কই!
নিশিকান্ত দুবে
Nishikant Dubey: আমাদের সাহায্যে বাঙলায় ক্ষমতায় এসেছিল তৃণমূল - লোকসভায় বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের
নিশিকান্ত দুবে
চ্যালেঞ্জের মুখে কঙ্গনার সাংসদ পদ! মান্ডির ভোট বাতিলের আর্জি হাইকোর্টে, অভিনেত্রীকে নোটিশ আদালতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in