ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে একটি জাতীয় চ্যাম্পিয়নশিপ ইভেন্ট চলাকালীন এক কুস্তিগীরকে চড় মারলেন বিজেপির এক সাংসদ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। বিজেপির ওই সাংসদের নাম ব্রিজভূষণ শরণ সিং। যিনি ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতিও। মঞ্চ ছেড়ে যাওয়ার আগে তরুণ কুস্তিগীরকে দুবার চড় মারতে দেখা গেছে ভিডিওতে।
ব্রিজভূষণ শরণ সিং, উত্তরপ্রদেশের কায়সারগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ। রাঁচির শহীদ গণপত রাই ইন্ডোর স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ ইভেন্টের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কিন্তু কী এমন হল যে তিনি প্রকাশ্যে চড় মারলেন একজন তরুন কুস্তিগীরকে?
অভিযোগ, ওই কুস্তীগিরের বয়স ১৫ বছরের বেশি। তাই বয়স সংক্রান্ত কাগজপত্র দেখার পর তাকে প্রতিযগিতা থেকে বাদ দেওয়া হয়। তারপর মঞ্চে উঠে ব্রিজভূষণ সিংয়ের সঙ্গে বচসায় জড়ায় সেই প্রতিযোগী। দীর্ঘ সময় ধরে তর্ক-বিতর্কের পর মেজাজ হারিয়ে ব্রিজভূষণ শরণ কুস্তিগীরকে মঞ্চেই চড় মারেন। তৎক্ষণাৎ মঞ্চে উপস্থিত লোকজন যুবক কুস্তিগীরকে মঞ্চ থেকে নামিয়ে দেন।
প্রকাশ্যে চড় মারার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ব্রিজভূষণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই চড় মারার দৃশ্য। ইতিমধ্যেই তাঁর ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন অনেকে। তবে এই বিষয়ে বিজেপি সাংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন