Brinda Karat: 'বুলডোজার নীতি' নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন বৃন্দা কারাত

People's Reporter: সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত বলেন, 'বুলডোজারের ক্রিয়াকলাপকে বেআইনি বলে চিহ্নিত করায় আমি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই'।
বৃন্দা কারাত
বৃন্দা কারাতফাইল ছবি, সৌজন্য - বাপ্পা সিনহা
Published on

বুলডোজার নীতি নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন সিপিআইএম নেত্রী ও পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। তবে রায় অনেক দেরিতে আসায় কিছুটা হলেও হতাশ বলেও জানিয়েছেন তিনি।

সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত বলেন, 'বুলডোজারের ক্রিয়াকলাপকে বেআইনি বলে চিহ্নিত করায় আমি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই। যদি এই রায় আগে আসত তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বহু বাড়ি বুলডোজিং-এর হাত থেকে রক্ষা পেত'।

তিনি আরও বলেন, 'দেরিতে হলেও রায়টি এসেছে। এই রায়ে অনেক ভুক্তভোগী ন্যায়বিচার পেলেন। তাছাড়া ভবিষ্যতে বিজেপি যেসব দরিদ্র ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়ি ভাঙার জন্য টার্গেট করছিল তাঁরা মুক্তি পেলেন'।

বুধবার বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলাটির শুনানি ছিল বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে। বিচারপতি গাভাই বলেন, প্রশাসনিক কর্তারা কি এইভাবে নির্দেশ দিতে পারেন? তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এইভাবে কে অপরাধী আর কে অপরাধী নন তা একজন আধিকারিক ঠিক করতে পারেন না। তাঁকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। এই ধরনের অধিকার থেকে নিরাপরাধ মানুষদের বঞ্চিত করা অসাংবিধানিক।

প্রসঙ্গত, ২০২২ সালে বুলডোজার দিয়ে নির্মাণ ভাঙার বিরুদ্ধে একাধিক পিটিশন দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে। এই সময়েই দিল্লির জাহাঙ্গীরপুরীতে এক নির্মাণ ভাঙা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। যে ঘটনায় বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়ে নির্মাণ ভাঙা আটকেছিলেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত। এর পরেই তিনি এই বিষয়ে আদালতের দ্বারস্থ হন।

বৃন্দা কারাত
Brinda Karat: 'পশ্চিমবঙ্গে তৃণমূলের বুলডোজার চলছে' - বৃন্দা কারাত
বৃন্দা কারাত
Lok sabha Polls 24: ‘সোনামণিদের মতো আদিবাসী মেয়েদেরকেই সংসদে দরকার’, শালবনি থেকে সরব বৃন্দা কারাট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in