চলতি বছরেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিজেপি বিরোধীদের নিশানা করার অভিযোগ এনেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা কলবকুন্তলা বা K Kavitha।
বৃহস্পতিবার নয়াদিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘এই বছর তেলেঙ্গানায় নির্বাচন হওয়ার কথা। তাই, বিজেপির ‘মোডাস অপারেন্ডি’ (রাজনৈতিক অভিসন্ধি) হল 'মোদী সে পহেলে ইডি' (তেলেঙ্গানায় মোদী আসার আগে ইডি পাঠান)’।
দিল্লির আবগারি নীতি মামলায় ১১ মার্চ, বিআরএস নেতা কে কবিতা-কে জিজ্ঞাসাবাদ করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। তার আগে কবিতা দাবি করেন, ‘আমি কিছু ভুল করিনি। ১১ তারিখ আমি ইডির মুখোমুখি হবো। আমি তদন্তে সহযোগিতা করবো।’
এরপরেই ইডি উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন কে কবিতা। তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞাসাবাদের জন্য কেন এতো তাড়াহুড়ো করছে ইডি? মহিলা সংরক্ষণ বিল নিয়ে, দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচীর একদিন আগের দিনই বা কেন বেছে নেওয়া হল? এটা একদিন পরেও ঘটতে পারত। আইন মেনে ইডিকে আমার বাড়িতে তদন্ত করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু, তাঁরা (ইডি) তা প্রত্যাখ্যান করেছিল। ভাবুন একবার, যদি তাঁরা একজন রাজনৈতিক মুখকে (প্রতিনিধিকে) এটি করতে পারে, তাহলে একজন সাধারণ মানুষকে, বিশেষ করে একজন মহিলাকে কতটা সহ্য করতে হয়!’
গতকাল বুধবার, কবিতাকে চিঠি পাঠায় ইডি। চিঠিতে, ৯ মার্চ তাঁকে দিল্লি আসতে বলেছিল ইডি। তবে কবিতা জানিয়েছেন, তিনি ৯ তারিখ ইডির অফিসে যেতে পারবেন না।
চিঠির জবাবে কবিতা জানান, তাঁর পক্ষে ৯ মার্চ, ইডি অফিসে হাজিরা দেওয়া সম্ভব নয়। কারণ, আগেই ১০ মার্চ, দিল্লির যন্তর মন্তরে অনশনের ডাক দেওয়া হয়েছে। সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলি ও মহিলা সংগঠনগুলি উপস্থিত থাকবে। সেখান থেকে বিজেপি সরকারের কাছে মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ ও পাস করানোর দাবি তোলা হবে।
এদিন কবিতা বলেন, ‘আমরা দেখেছি যে নয়টি রাজ্যে ব্যাকডোর এন্ট্রি ব্যবহার করেছে বিজেপি। তবে, তেলেঙ্গানায় তা করতে অক্ষম হবে তাঁরা। তাই, এখন ইডিকে ব্যবহার করছে। তবে, আমি ভয় পাই না। আমি ইডি-র মুখোমুখি হব। আমি কিছু ভুল করিনি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রুখতে এবং কর্মসংস্থান গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। আমাদের মতো সাধারণ মানুষকে নির্যাতন করে আপনি কী পাবেন?’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন